Homeঅন্যান্য৫ ফুট লম্বা লেজ নিয়ে ৩ ফুট ঘোড়ার গিনেজ...

৫ ফুট লম্বা লেজ নিয়ে ৩ ফুট ঘোড়ার গিনেজ রেকর্ড

নিজের শরীরের থেকেও প্রায় দ্বিগুণ লম্বার লেজ নিয়ে গিনেজ বুকে রেকর্ড গড়লেন ৩ ফুট লম্বার সুইটি নামের একটি ঘোড়া। ঘোড়াটি ৩ ফুট ১ ইঞ্চি লম্বা হলেও লেজের দৈর্ঘ্য ৫ ফুট ১১ দশমিক ২৬ ইঞ্চি। আর এতেই মিলেছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা লেজের অধিকারী হওয়ার খেতাব।

জানা যায়, ২০১২ সালে সুইটি নামের ঘোড়াটিকে কিনে আনেন রিসা ফোরমিসানো নামের এক ব্যক্তি। মূলত এই ঘোড়াটিকে আনা হয়েছিল অন্য দুইটি ঘোড়াকে সঙ্গ দেয়ার জন্য। এর আগে রিসা ফোরমিসানোর বাড়িতে ৩ টি ঘোড়া ছিল। একটি মারা গেলে সুইটি নামের এই ঘোড়াটি কিনে আনা হয়।

এ প্রসঙ্গে রিসা ফোরমিসানো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, সুইটির লেজের চুল যাতে মাটিতে গড়াগড়ি না খায় এবং চুল যাতে নষ্ট না হয়, সে জন্য তিনি এর লেজের চুলগুলো গুটিয়ে রাখেন। এ ছাড়া বছরে দুবার সুইটির চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে দেন। এরপর খুব যত্নের সঙ্গে এর চুল আঁচড়ে দেওয়া হয়, তেল লাগানো হয়, যাতে কোনো চুল ঝরে না পড়ে। সুইটি আলু, গাজর ও আপেলের মতো ফল ও সবজি খেতে খুবই পছন্দ করে বলেও ফোরমিসানো জানান।

Advertisement