Homeফুটবলসৌদিতে ফের মেসি-রোনালদো দ্বৈরথ

সৌদিতে ফের মেসি-রোনালদো দ্বৈরথ

ইউরোপ ছেড়ে দুজনেই এখন দুনিয়ার দুই প্রান্তের বাসিন্দা। যুক্তরাষ্ট্রে লিওনেল মেসি আর রোনালদো সৌদি আরবে। তাই তাদের দ্বৈরথটাও এখন আর দেখা যায় না। তবে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই কিংবদন্তির দ্বৈরথ দেখতে পারবে ফুটবল সমর্থকেরা। একটা সময় ইউরোপের ফুটবল মানেই ছিল মেসি-রোনালদো। দুজনে মিলে দেড় দশক ধরে শাসন করেছেন ফুটবল বিশ্ব। তাদের দ্বৈরথ দেখে বড় হয়েছে একাধিক প্রজন্ম।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি–রোনালদো দ্বৈরথ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।

প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। প্রাক-মৌসুম প্রস্তুতিতে ক্লাবটি সফর করবে সৌদি আরবে। অংশ নেবে রিয়াদ সিজন কাপের দুটি ম্যাচে। যার একটি রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে, সৌদির রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায়।

ইন্টার মায়ামি জানিয়েছে, আল নাসেরের সঙ্গে ম্যাচের আগে ২৯ জানুয়ারি সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে একটি ম্যাচ খেলবে মায়ামি। নেইমারদের আল হিলালের বিপক্ষে মেসি-বুসকেটসরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। চোটাক্রান্ত ব্রাজিলীয় তারকা নেইমারের সেদিন খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আমাদের নতুন মৌসুমে উপকৃত করবে। আল হিলাল এবং আল নাসেরের মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।’

Advertisement