Homeসব খবরজেলার খবরটেকনাফে হিমালয়ান শ’কুন উদ্ধার

টেকনাফে হিমালয়ান শ’কুন উদ্ধার

সোমবার রাত ১০ টার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলীয় এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলীয় এলাকা থেকে একটি বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, গতকাল রাত ৮ টার সময় আমরা জানতে পারি টেকনাফ উপকূলীয় শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার জেলে মো: আলমের বাড়িতে একটি শকুন আশ্রয় নিয়েছে।

স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদে পেয়ে উপকূলীয় রেঞ্জ অফিসের একটিদল আলমের বাড়ি থেকে একটি বড় আকৃতির শকুন উদ্ধার করে উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। উদ্ধার শকুনটি সুস্থ রয়েছে এবং এটির ওজন আনুমানিক ২০ কেজি।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে শকুনটি হিমালয়ান প্রজাতের। বিশাল আকৃতির এই হিমালয়ান শকুনটি খাবারের খোঁজ ও বিশ্রামের জন্য মাটিতে নেমে এসে। পরবর্তীতে শকুনটি চকরিয়া দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

Advertisement