Homeঅন্যান্যসেই ‘হিরো আলম’ নামের গরুটি সাড়ে ৪ লাখে কোরবানি

সেই ‘হিরো আলম’ নামের গরুটি সাড়ে ৪ লাখে কোরবানি

সোমবার (১১ জুলাই) সকালে ‘হিরো আলমকে’ গোয়াল ঘর থেকে বের করা হলে, শত শত মানুষ এক পলক দেখতে ভিড় জমায়। বগুড়ায় সেই আলোচিত গরু ‘হিরো আলম’ অবশেষে বিক্রি হয়েছে। ঈদের দুদিন আগে সাড়ে চার লাখ টাকায় কিনে নেন শহরের মোল্লা ট্রেডার্সের মালিক আলহাজ জেলহজ।

ক্রেতা জেলহজ জানান, পরিবারের পক্ষ থেকে কোরবানির জন্য গরুটি কেনা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় গরুটি কোরবানি দেওয়া হয়। জানা গেছে, বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা জিয়ামের বাড়িতে ২০১৯ সালের শেষ দিকে জন্ম হিরো আলমের (গরু)।

গরুর মালিক জিয়াম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বগুড়ার হিরো আলমকে নিয়ে অনেক ট্রল হলেও, ক’রোনায় অসহায়দের পাশে দাঁড়ানোর কারণে আলমকে পছন্দ করেন তিনি। তাই জন্মের কিছুদিন পর প্রিয় গরুর নাম রেখেছেন হিরোর নামে।

তিনি আরও বলেন, দীর্ঘ তিন বছর লালন-পালন করার পর ঈদের দুদিন আগে সাড়ে ৪ লাখ টাকায় ‘হিরো আলমকে’ বিক্রি করা হয়েছে। তবে যে আশা করেছিলাম, সে অনুযায়ী দাম পায়নি।

Advertisement