Homeসব খবরজেলার খবরগরুর মাংসের হাড় গলায় আটকে শিক্ষার্থীর মৃ’ত্যু

গরুর মাংসের হাড় গলায় আটকে শিক্ষার্থীর মৃ’ত্যু

রোববার (১০ জুলাই) রাতে কোরবানির মাংস খেতে গিয়ে আলিফের গলায় হাড় আটকে যায়। এ সময় বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা সম্ভব হয়নি। পরে তাকে রাতেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শা’রীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে আলিফ মা’রা যায়।

রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ঈদের দিন রাতে গরুর মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফের মৃ’ত্যু হয়। মৃত আলিফ হোসেন (১৪) পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃ’ত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

সোমবার (১১ জুলাই) সকালে রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১০ জুলাই) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement