Homeসব খবরক্রিকেটসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে খেলতে নামলেও পাকিস্তানের পেসারদের সামলাতে বেগ পেতে হয়েছে বাংলাদেশ। তাতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। সেই বিপর্যয় কেটেছে আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদির ব্যাটে। তাঁদের তিনজনের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের লক্ষ্য ১২৮ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান আলীর করা অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল খেলতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন নাইম শেখ। থিতু হতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসানও।

শুরু থেকেই পাকিস্তানের পেসারদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন অভিষিক্ত এই ওপেনার। তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সিম মুভমেন্ট বুঝতে পারেননি সাইফ। তাতে স্লিপে থাকা ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮ বলে ১ রান করা তরুণ এই ব্যাটার।

আশা দেখালেও থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ওয়াসিম জুনিয়রের বলে ক্রস ব্যাটে খেলতে গিয়ে তাঁরই হাতে ক্যাচ দেন ৭ রান করা শান্ত। অধিনায়ক মাহমুদউল্লাহ ফিরেছেন ১১ বলে ৬ রান করে। মোহাম্মদ নওয়াজের বলে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার।

এক প্রান্তের ব্যাটারা যখন আসা যাওয়ার মিছিলে তখন অন্য প্রান্ত থেকে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যান আফিফ। শাদাব খানের বলে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও পরবর্তীতে রিভিউ নেয়ার বেঁচে যান তরুণ এই ব্যাটার। জীবন পাওয়ার পর নওয়াজের ওভারে দুই বলে দুই ছক্কা মেরেছেন তিনি।

দারুণ ব্যাটিংয়ে আফিফ যখন বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছিলেন তখন বাঁহাতি এই ব্যাটারকে নিজের শিকার বানান শাদাব। ডানহাতি এই লেগ স্পিনারের বলে উইকেট ছেড়ে খেলতে গিয়েছিলেন তিনি। তবে শাদাবের গুগলিতে বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন ৩৪ বলে ৩৬ রান করা আফিফ।

এরপর অবশ্য বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন সোহান। যদিও তাঁর চার-ছক্কার বৃষ্টি থামান হাসান। ডানহাতি এই পেসারের বলে উইকেটকিপার রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন দুই ছক্কায় ২২ বলে ২৮ রান করা সোহান।

শেষ দিকে বাংলাদেশের রান ১০০ পেরিয়েছে মেহেদির ব্যাটে। ডানহাতি এই ব্যাটার করেছেন ২০ বলে অপরাজিত ৩০ রান। তাঁকে সঙ্গ দেয়া তাসকিন আহেমেদের ব্যাট থেকে এসেছে ৩ বলে ৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১২৭ রানে। পাকিস্তানের হয়ে হাসান তিনটি ও ওয়াসিম জুনিয়র নিয়েছেন দুটি উইকেট।

Advertisement