Homeসব খবরজাতীয়শিমুলিয়া ঘাটে সারি সারি অলস স্পিড বো‌ট

শিমুলিয়া ঘাটে সারি সারি অলস স্পিড বো‌ট

আজ পদ্মা সেতু এলাকায় দর্শনার্থীদের আনাগোনায় একটা উৎসব উৎসব ভাব দেখা গেছে। অনুমতি না থাকলেও সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তুলেছেন অনেকে। আজকের জন্য গাড়ির রুট পারমিটও দেখছে না পুলিশ। তবে সড়কে বিশৃঙ্খলা এড়াতে যত্রতত্র দাঁড়ালে জরিমানা করতে দেখা গেছে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে অলস পড়ে আছে সারি সারি স্পিড বো‌ট। বিরাজ করছে সুনসান নীরবতা। আজ সকাল পাঁচটা ৪০ মিনিটে যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়ে স্বপ্নের পদ্মা সেতু। উৎসুক জনতা ভিড় করেছেন সেতু দেখতে। তারা মোটরসাইকেল, বাস ও মাইক্রোবাসে করে সেতু পাড়ি দিচ্ছেন। ভাড়া লাগছে অন্তত দুইশ টাকা। প্রচুর লোকের ভিড় হওয়ায় যানবাহন এই বাড়তি ভাড়া হাঁকাচ্ছে।

এদিকে, অলস পড়ে আছে একদিন আগেই প্রচুর ব্যস্ত সময় কাটানো স্পিড বো‌টগুলো। বাসে প্রমত্তা পদ্মা পাড়ি দিতে লাগছে মাত্র দশ মিনিটের মতো। একদিন আগেও যেখানে সময় লাগত দুই থেকে আড়াই ঘণ্টা।

Advertisement