Homeসব খবরজেলার খবরমৌসুম শেষেও মিলছে আশ্বিনা আম, প্রতিমণ ১২ হাজার!

মৌসুম শেষেও মিলছে আশ্বিনা আম, প্রতিমণ ১২ হাজার!

চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। ব্যতিক্রমী এক পদ্ধতিতে জেলার গোমস্তাপুরে আব্দুল করিম নামে এক চাষির বাগানে এখনো দুলছে আশ্বিনা জাতের আম। এখানো গাছে আম ঝুলছে খবর পেয়ে দেখতে আসেন অনেকেই। বর্তমানে প্রতিমণ আশ্বিনা আম ১০-১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমের মৌসুম যেন শেষ হচ্ছেনা। ৪ মাস আগে মৌসুম শেষ হলেও চাঁপাইনবাবগঞ্জে এখানে আশ্বিনা আম পাওয়া যাচ্ছে।

গোমস্তাপুর উপজেলার শিমুলতলা এলাকায় আব্দুল করিমের বাগানে রয়েছে আশ্বিনা আমের গাছ। গাছে দুলছে আম। আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানি আব্দুল করিম।

চাষি আব্দুল করিম বলেন, আমি বিগত ১০ বছর যাবত আমের ব্যবসার সাথে জড়িত। আম বাগানে পেয়ারার গাছও লাগিয়েছি। এবছর বাগানে মৌসুম শেষে কিছু আম গাছে মুকুল আসে। মুকুল আসাতে পরিচর্যার পরিমান আরো বাড়িয়ে দেই। এখন এই আম বড় হয়েছে আর ১০-১২ হাজার টাক মণ দরে বিক্রি করছি। এই জেলার খুব অল্প সংখ্যক বাগানেই এই জাতের আমের গাছ রয়েছে। তাই আম নিয়ে বাজারে যেতে হয়নি। আগামীতে এই জাতের আম গাছের সংখ্যা আরো বাড়াবো। ক্রেতারা বাগানে এসেই আম কিনে নিয়ে যাচ্ছে। আমিও আম বিক্রি করে লাভবান হচ্ছি।

আব্দুর করিম আরও বলেন, আমের মৌসুমে এই আমের মুকুল ভেঙে দিলে এই সময় আমের ফলন পাওয়া যাবে। আগামীতে আমার ২০ বিঘা জমির আশ্বিনা আমের মুকুল ভেঙে দিবো আর এই সময় ভালো দামে আম বিক্রি করবো। হাসিব নামে এক কলেজছাত্র বলেন, এখন আশ্বিনা আম পাওয়া যাবে এটা ভাবতে পারিনি। তবে এই সময় আশ্বিনা আম পাওয়া যায় শুনে ভালো লাগছে। আমার জানা মতে, এই সময় কাটিমন ও বারি-১ জাতের আম পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার বলেন, আমের মৌসুম শেষ হয়ে গেলেও উপজেলার কিছু কিছু জায়গায় এখনো আশ্বিনা আম পাওয়া যাচ্ছে। আমের মৌসুমে এই জাতের আমের মুকুল ভেঙে দিয়ে পরিচর্যা করে এখন ফলন পেয়েছেন। এটা এই আমের বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি করেছে। আগামীতে আরো বেশি আমের উৎপাদন করতে পারলে আরো বেশি লাভবান হতে পারবেন। দেড়িতে আসলেও এই আমের ভালো দাম পাচ্ছেন চাষিরা।

Advertisement