Homeসব খবরজেলার খবরমিষ্টি কুমড়ার ব্যাপক ফলনে খুশি কৃষক!

মিষ্টি কুমড়ার ব্যাপক ফলনে খুশি কৃষক!

কম খরচে মিষ্টি কুমড়া চাষ করে অধিক ফলন ও বাজারে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। মাগুড়ায় বিভিন্ন সবজির পাশাপাশি মিষ্টি কুমড়া চাষে সফলতা পেয়েছেন শতাধিত কৃষক। এখানকার মাটি মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো হয়। সমন্বিত সকল ধরনের সবজি চাষে আমরা কৃষকদের উৎসাহিত করছি।

মাগুড়ার কৃষকরা পাট কাটার ৩ মাস পর পড়ে থাকা পতিত জমিতে সবজি চাষ করছেন। এবছর মিষ্টি কুমড়ার ব্যাপক ফলন হয়েছে। মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামের ৫শ বিঘা জমিতে এখন চাষ হচ্ছে বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া।

কৃষকরা জানান, আমরা আগেই পলিথিনে মিষ্টি কুমড়ার চারা করে রাখি। পাট কাটার সথে সাথেই জমিতে মিষ্টি কুমড়ার চারা রোপন করে দিই। ফলে আলাদা করে জমি তৈরীতে খরচ হয় না। ফলে অল্প খরচে ও কম পরিশ্রমে মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়া যায়। মিষ্টি কুমড়া চাষে সার, সেচ ও কীটনাশকের প্রয়োজন পড়ে না।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জমিতে আগেই পাট চাষ করা হয় বলে আলাদা করে আবার জমি তৈরী করত হয় না। এতে উর্বর থাকে আর বাড়তি খরচ করতে হয় না। আমরা কৃষকদের উৎসাহিত দেওয়ার পাশাপাশি মিষ্টি কুমড়া চাষে সব ধরনের সহযোগীতা করছি। মিষ্টি কুমড়া চাষে অল্প সময়েই লাভবান হওয়া যায় বলে কৃষকরা মিষ্টি কুমড়া চাষে উৎসাহিত হচ্ছেন।

Advertisement