Homeফুটবলব্রাজিলকে হারিয়ে দিল ক্যামেরুন

ব্রাজিলকে হারিয়ে দিল ক্যামেরুন

বড় দলগুলোর সঙ্গে কাতার বিশ্বকাপের অঘটনে শামিল হলো ব্রাজিলও। গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলো ক্যামেরুনের কাছে। ‘জি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছিল ব্রাজিল। ক্যামেরুনের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামিয়ে ১-০ গোলে হেরেছে সেলেকাওরা।

৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবু বকরের হেড দেওয়া বলটি এইডারসনকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। এরপর টি শার্ট খোলার কারণে লাল কার্ডও দেখেন তিনি। এই হারের পরও ব্রাজিল গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। অন্যদিকে ক্যামেরুন বাদ পড়েছে। এই গ্রুপ থেকে সার্বিয়াকে হারিয়ে নকআউটপর্বে উঠেছে সুইজারল্যান্ড।

গ্রুপপর্বের শেষ রাত ১ টায় আল দাইয়ানের লুসাইন স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। প্রথমার্ধের বিরতি পর্যন্ত কোনো গোল হয়নি। কিন্তু শেষ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রায় গোল খেয়ে বসছিল ব্রাজিল।

কিন্তু না, ঈগল পাখির মতো ছোঁ মেরে বলকে ঠেলে বাইরে পাঠিয়ে গোলবারকে রক্ষা করেন এইডারসন। ম্যাচের ৪৫+৩ মিনিটে বাঁপাশের ক্রস থেকে বল তুলে দেন ক্যামেরুনের ফরোয়ার্ড। বিপজ্জনক পজিশনে থেকে বলটি হেড দিয়ে ব্রাজিলের জালের দিকে পাঠিয়ে দেন এম্বুইমো। বলের পজিশন বুঝে নিজের বাঁদিকে চলে গিয়েছিলেন এইডারসন। কিন্তু হেডের বলটি আসে রাইটে। প্রায় গোল হওয়া বলটি লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন এইডারসন।

এদিকে এই শটের মাধ্যমে ২২৫ মিনিট পর ব্রাজিলের গোল লক্ষ্য করে কেউ শট নিলো। আগের দুই ম্যাটে ৯০+৯০= ১৮০ মিনিট। আর আজকের ৪৫ মিনিট।

Advertisement