Homeফুটবলবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ড

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ড

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লিয়োনেল মেসিরা। লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

দ্বিতীয় রাউন্ডের পর্ব সবার আগে শেষ করা এই দুই দল আগামী ৯ ডিসেম্বর বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। শেষ আটের লড়াইয়ে যে দল জিতবে শিরোপার দৌঁড়ে তারাই এগিয়ে যাবে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচটি লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, লিটল ম্যাজিশিয়ান মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন শেষ ষোলোর ম্যাচে। ৩৫তম মিনিটে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার জালে বল পাঠান মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে হুলিয়ান আলভারেজের পা থেকে আসে দ্বিতীয় গোল। তবে ম্যাচের ৭৭ মিনিটে গোল করে ব্যবধান কমান গুডউইন (২-১)। শেষ দিকে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত এক সেভে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

দুই প্রজন্মের দুই তারকা। একজন লিওনেল মেসি, যার জাতীয় দলে ১৬ বছরের ক্যারিয়ার। ক্লাব-দেশ মিলিয়ে খেলতে নেমেছিলেন হাজারতম ম্যাচ। কীর্তির ম্যাচে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেছেন তিনি। অন্যজন হুলিয়ান আলভারেজ। কেবল ইউরোপে পা রেখেছেন। জাতীয় দলেও মাত্র এক বছর। তবে টানা দুই ম্যাচে গোল করে জাত চেনালেন। সিনিয়র-জুনিয়রের ওই রসায়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। পা রেখেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনােলে।

Advertisement