Homeফুটবলনকআউটে প্রতিপক্ষের অপেক্ষায় ব্রাজিল-পর্তুগাল

নকআউটে প্রতিপক্ষের অপেক্ষায় ব্রাজিল-পর্তুগাল

কাতার বিশ্বকাপে ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের খেলার মধ্য দিয়ে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় পর্তুগাল ও দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ব্রাজিল। তবে তাদের এই ম্যাচগুলো হবে শুধুই নিয়ম রক্ষার্থে। এই দলগুলো আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে।

নকআউটে ব্রাজিল ও পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে কারা যুক্ত হচ্ছেন, সে জন্য অপেক্ষা করছেন সেলেসাও-পর্তুগিজ সমর্থকসহ বিশ্ব ফুটবলপ্রেমীরা। রাতেই অবসান হচ্ছে ব্রাজিলিয়ান ও পর্তুগিজদের হিসাব-নিকাশ।ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে ১৪ দল। গ্রুপ পর্বের খেলার শেষ হওয়ার পরদিনই শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা।

প্লে-অফে প্রথম ম্যাচে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইউরোপের দেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্র। একইদিন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে রোববার রাত ৯টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ‘সি’ গ্রুপের রানার্সআপ পোল্যান্ড। দিবাগত রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ‘বি’গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ জাপান। সোমবার রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। অপর ম্যাচে রাত ১টায় ব্রাজিলের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ।

কোয়ার্টার ফাইনালের শেষ দুই দল নির্ধারণ হবে ৬ ডিসেম্বর। এদিন ৩৬ বছরের ইতিহাস ভেঙে নকআউটে জায়গা করে নেওয়া মরক্কোর প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। এ ছাড়া শেষ আটের শেষ দল হিসেবে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পর্তুগালের রাত ১টায় মুখোমুখি হবে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ।

Advertisement