Homeসব খবরবিনোদন‘ডিম খাওয়া বন্ধ’ করার কথা বলে বিপাকে ওমর সানী

‘ডিম খাওয়া বন্ধ’ করার কথা বলে বিপাকে ওমর সানী

গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ডিম। আর সেই ডিমের দাম এখন আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। শুধু তাই নয়, মধ্যবিত্ত পরিবারগুলোও হিমশিম খাচ্ছে বর্তমান পণ্যের ঊর্ধ্বগতি বাজার পরিস্থিতির কারণে। ঠিক এ সময়ই ডিম খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

এই চিত্রনায়কের ভাষ্য, ‘একদিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন। দেখবেন এর দাম কমে গেছে, চলেন তাই করি।’ তার এমন বক্তব্যে চটেছেন অনেকেই।

রাজওয়ানুল হক রাজু তার কথার উত্তরে বলেছেন, ‘প্রিয় অভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপর না হয় এমন পোস্ট দিয়েন। খামারিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগির ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা, সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা। ভাই আপনার জ্ঞানের পরিধিটা আরেকটু বাড়ালে এটাও বুঝতে পারবেন যে, ডিম ১ সপ্তাহের মধ্যে পঁচে যাওয়া কিংবা নষ্ট হয় না।’

রাজুর কথার প্রতি উত্তরে সানী লিখেছেন, ‘সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি, দাম বাড়লেই পণ্য বয়কট। উচিত শিক্ষা দিন। আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে অবশ্যই আপনাদের লাভ চাই আমরা।’

বিল্লাল হোসেন মানিক লিখেছেন, ‘বয়কট করে নিজে কৃষিকাজে সময় দিন। নিজে উৎপাদন করুন, নিজে খান সুস্থ থাকুন।’

তুহিন নামে একজন লিখেছেন, ‘সকালে ডিম দিয়ে নাস্তা করে ডিম বয়কটের ডাক দিচ্ছেন।’- এমন অসংখ্য সমালোচনা তৈরি হয়েছে ওমর সানীর এমন বক্তব্য ঘিরে।

সাগর লিখেছেন, ‘আসলে এটা কোনো প্রোপার সমাধান নয়।’

Advertisement