Homeসব খবরক্রিকেট‘কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সাথে আমরা হারতে পারি’

‘কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সাথে আমরা হারতে পারি’

স্কটল্যান্ডের সঙ্গে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশকে নাকানিচোবানি খাইয়ে ম্যাচ জিতেছে স্কটিশরা। যেই দলে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুস্তাফিজুর রহমানের মতো বিশ্ব মানের ক্রিকেটার থাকে সেই দলের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্তরা। তাদের মতোই বাংলাদেশের হার মানতে পারছেন না খোদ বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। স্কটল্যান্ডের সঙ্গে এমন হার কখনো চিন্তাও করেননি বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের শুরুতে দলের এমন হোঁচট খাওয়ার পর প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের সঙ্গে জুম মিটিংয়ে বসেন নাজমুল হাসান পাপন। ওমানের হোটেল শেরাটনে মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধানে চোখে মুখে হতাশার গ্লানি ভেসে উঠে। শুরুতেই বলে বসেন, আসলে কালকের যে খেলাটা…। এটা নিয়ে কমেন্ট করাটাও খুব কঠিন। আসলে পুরোটাই আমাদের জন্য হতাশা।

তিনি বলেন, ‘কখনো চিন্তাও করা হয়নি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি। আমরা শ্রীলঙ্কার সাথে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সাথে অনুশীলন ম্যাচে হেরেছি। কিন্তু তখনও আমাদের মনে হয়েছে সে আমাদের রেগুলার চারটা প্লেয়ার নেই। তামিম নেই, বিশ্বকাপে সে নেই। সাকিব নেই, রিয়াদ নেই ইনজুরির জন্য, মুস্তাফিজ নেই। একটা টিমের রেগুলার তিন চারটা প্লেয়ার যদি না খেলে তা হলে এটা হতেই পারে। ’

কিন্তু কাল তো সমস্যাটা ছিল না এমন প্রশ্ন টেনে তিনি বলেন, ‘কাল তো আমাদের ফুল টিমই ছিল। সে জায়গাটায় আমরা এভাবে হেরে যাবো, এটা কোনোভাবে কল্পনাও… মানে কখনো চিন্তায়ও আসেনি মাথায়। সত্যি কথা বলতে আমরা কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সাথে আমরা হারতে পারি। ’

দলের হারের কারণ নিয়ে পাপন বলেন, ‘কেন হেরে গেলাম। ব্যাসিক জিনিসটা হলো হারা জেতা নিয়ে আমি কখনো চিন্তিত না। ক্রিকেটে এমনটা হতেই পারে। বিশেষ করে টি-টোয়েন্টিতে এটা হয়। কিন্তু যে জিনিসটাতে আমি বেশি আশ্চর্য হয়েছি এবং কষ্ট পেয়েছি সেটা হচ্ছে অ্যাপ্রোচ এবং অ্যাটিচ্যুড। কোনটাই ঠিক ছিল না।’

Advertisement