Homeসব খবরজেলার খবরএকই জমিতে কলা-মরিচ-একাঙ্গীর চাষ, সফলতা পাচ্ছেন চাষিরা

একই জমিতে কলা-মরিচ-একাঙ্গীর চাষ, সফলতা পাচ্ছেন চাষিরা

অল্প জমিতে কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায় তা নিয়ে মাঠ পর্যায়ে চলছে বিস্তর গবেষণা। এরই ধারাবাহিকতায় একই জমিতে করা হচ্ছে বিভিন্ন ফলের আবাদ। এমনি তিনটি ফসল কলা, মরিচ ও একাঙ্গী একই জমিতে চাষ করে সফল হচ্ছেন চুয়াডাঙ্গার সদর উপজেলার প্রান্তিক চাষিরা। আধুনিক কৃষিতে প্রতিনিয়ত ঘটে চলছে কৃষি বিপ্লব।

একই জমিতে ৩ ফসল আবাদ করতে জমিতে আগাছা দমন ও আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করা হয় মালচিং ফিল্ম। এই পদ্ধতিতে ফসল চাষে লাভ হয় অধিক তাই এই পদ্ধতিতে চাষাবাদ করতে ঝুকছেন অনেকেই। কলা চাষে ব্যবহার করা হয় ব্যাগিং প্রযুক্তি। পাশপাশি মাছি পোকা দমনে ফেরোমন ফাঁদ।

চলতি বছর শাফায়েত নামের এক কৃষক এরই মধ্যে একই জমিতে আবাদকৃত মরিচ বিক্রি করেছেন ৭০ হাজার টাকা। পাশাপাশি একাঙ্গী বিক্রি করে পাওয়া যাবে লক্ষাধিক টাকা ও কলাগাছের চারা ও কলা বিক্রি করে আয় হবে ১ লাখ ৪০ হাজার টাকা।

জমিতে একই ফসল আবাদ না করে বিভিন্ন রকমের ফসল আবাদ করছেন চাষিরা। একটা জমিতে যেমন আছে লাউ, আবার অন্য জমিতে মাসকলাই, আলু, বেগুন। আর ২৫ শতক জমিতে আবাদ করেছি একসঙ্গে তিন ফসল। একই জমিতে অনেক ফসলের আবাদ করে অধিক লাভবান হচ্ছেন।

একই জমিতে তিন ফসলের চাষ একধরনের মাল্টি লেয়ার মিক্সড ক্রপিং টেকনিক। যেখানে একাধিক ফসল একই জমিতে, একই সময়ে চাষ করা হয়। এর ফলে জমির সর্বোত্তম ব্যবহার যেমন নিশ্চিত হয় তেমনি কম খরচে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে নির্দিষ্ট একটি জমি থেকে অধিক আয় করা সম্ভব হয়।

Advertisement