Homeসব খবরবিনোদনঈদের ছবি: আলোচনায় শাকিব-মিম-জলিল

ঈদের ছবি: আলোচনায় শাকিব-মিম-জলিল

জুলাইয়ের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদের আর বেশিদিন বাকি নেই। তাই শুরু হয়ে গেছে ঈদের ছবি নিয়ে চিন্তাভাবনা। এই ঈদে মুক্তি জন্য প্রস্তুত রয়েছে অনেক চলচ্চিত্র। এর মধ্যে আছে ‘দিন : দ্য ডে’, ‘পরাণ’, ‘অন্তরাত্মা’, ‘গ্যাংস্টার’ ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘লাইভ’। দীর্ঘ সময় পর গত ঈদে দর্শক আনন্দ নিয়ে সিনেমা দেখেছেন। আগামী ঈদের ছবিগুলোর পরিচালক ও শিল্পীরাও দর্শকের কাছে প্রমাণিত। সুতরাং ছবিগুলো নিয়ে আগ্রহ, আলোচনা আরও বেশি হবে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শাকিব খান অভিনীত দুটি সিনেমার মুক্তির খবর শোনা গেলেও খবর নিয়ে জানা গেছে, দুটি নয়, এই ঈদে একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। সেই একটি ছবি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। তবে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান বলেন, ‘বড় বাজেটে আমরা ছবিটি বানিয়েছি। দুটি গানের শুটিং ছাড়া পুরো সিনেমাই তৈরি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে দ্রুতই গানটির শুটিং করে দেওয়ার কথা শাকিব খানের। সেভাবেই এগোচ্ছি। কারণ ঈদ-উৎসব ছাড়া এত বড় বাজেটের ছবি মুক্তি দেওয়া ঠিক হবে না।’

২০১৯ সালে নির্মিত ‘পরাণ’ পরের বছরের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার কথা ছিল; কিন্তু হয়নি। এর পর আরও কয়েক দফা পিছিয়ে যায় ছবিটির মুক্তির তারিখ। এখন শোনা যাচ্ছে- ঈদুল আজহায় মুক্তি পাবে ‘পরাণ’। ছবির পরিচালক রায়হান রাফি জানান, এবার মুক্তির তারিখ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, ‘ছবিটি নির্মাণ শেষে করোনার কবলে পড়ে। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল; কিন্তু ঈদে আমার একসময়ের প্রধান সহকারী পরিচালক এম রাহিমের ‘শান’ মুক্তি পায়। এ কারণে মুক্তি স্থগিত করি।

‘শান’ আমার পরিবারেরও ছবি।’ পরিচালক জানিয়েছেন, বাংলাদেশে ঘটে যাওয়া বহুল আলোচিত একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির গল্প লেখা হয়েছে। কোন ঘটনা, সেটি অবশ্য খোলাসা করেননি তিনি। এই ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী মিম। ঈদ-উৎসবে সর্বশেষ তার ‘পদ্মপাতার জল’ ছবি মুক্তি পায়, ২০১৫ সালে। সাত বছর পর বড় উৎসবে সিনেমা মুক্তির খবরে ভীষণ খুশি এই অভিনেত্রী। মিম বলেন, ‘মাঝে অনেক বছর ঈদে আমার ছবি মুক্তি পায়নি। তা ছাড়া বেশ কয়েকবার এ ছবির মুক্তির দিন পিছিয়েছে। উৎসবে মুক্তি পেতে যাচ্ছে। খুব ভালো লাগছে। অপেক্ষার ফল ভালোই হয়।’ ছবিতে মিমসহ আরও অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোহান প্রমুখ।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত প্রতীক্ষিত ছবি ‘দিন দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির টিজার ও ট্রেলার দেখেছেন দর্শক। চলতি মাসের শুরুতে সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় ছবিটি। সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর অনন্ত জানান, ‘আমরা সেন্সর সনদ পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। দিয়েছেন আনকাট সনদ। দীর্ঘদিন ধরে দর্শকরা এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।’

এর আগে চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলন করে অনন্ত জানিয়েছিলেন- এ সিনেমার বাজেট প্রায় শতকোটি টাকা। বিশ্বের কয়েকটি দেশে এর শুটিং করা হয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে গেল বছর সংবাদ সম্মেলনে অনন্ত জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ের ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক, যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান- এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেসব লোমহর্ষক প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ এবারের ঈদে আসছে। দুই মাস আগে সেন্সর ছাড়পত্রও পেয়েছে এই ছবি। এটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠান থেকে ‘গ্যাংস্টার’ নামের আরেকটি ছবি ঈদে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন রনি, ‘আমরা শিগরিগই প্রচার শুরু করব। ঈদের জন্য আমরা প্রস্তুত।’ দুটি ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। কথা প্রসঙ্গে তিনি জানালেন- দুটি ছবি এক ঈদে না এসে একটি আসাই ভালো; কিন্তু প্রযোজকের চাওয়া হলে ভিন্ন কথা। দুটি ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

Advertisement