Homeসব খবরক্রিকেট২৪ ঘণ্টার পর্যবেক্ষণে সাইফউদ্দিন

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে সাইফউদ্দিন

ব্যাট করতে এসে প্রতিপক্ষ পেসারের বলের আঘাত লাগে হেলমেটে। আঘাত গুরুতর হওয়ায় ম্যাচ থেকে ছিঁটকে যান সাইফউদ্দিন। দ্রুত সিটিস্ক্যান করতে খেলার মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার গুরুতর অবস্থা দেখে দলের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। তবে সিটিস্ক্যান করেই দলের সঙ্গে যোগ দেন তিনি। এতে শঙ্কা কাটে টাইগার শিবিরে। আপাতত শঙ্কামুক্ত এই পেস অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দল।

আজ বুধবার সকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাইফউদ্দিনকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সে ভালো আছে। আপাতত কোনো সমস্যা নেই। আগামীকাল সকালে আবারও পর্যবেক্ষণ করা হবে। তখনই বলা যাবে সে খেলার জন্য ফিট আছে কী না। প্রটোকল অনুযায়ী মাথায় আঘাত লাগলে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়, সে এখন ভালো থাকলেও চিকিৎসক টিমকে অপেক্ষা করতে হবে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় শেষ মুহূর্তে। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার শর্ট বল সাইফউদ্দিনের হেলমেটকে আঘাত করে। জোরালো গতির কারণে মাথায় কিছুটা আঘাত পান তিনি। ওই সময় রান নিতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

Advertisement