Homeসব খবরজাতীয়যেভাবে করোনা রোগী বাড়ছে, দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে...

যেভাবে করোনা রোগী বাড়ছে, দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

যেভাবে করোনা রোগী বাড়ছে গোটা ঢাকা শহর হাসপাতাল বানালেও রাখার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরো বলেন, এই মুহূর্তে কোভিডকে মোকাবিলা করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ এখন বেপরোয়া চলাফেরা করছে। এটিকে থামাতেই হবে। উৎস ঠেকাতে না পারলে করোনা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণ কমে গেলে হাসপাতালে চাপও কমে যাবে। সময়মত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, করোনার বিস্তার রোধে দেশের ৬০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। জনগণকে উৎসাহিত করার পাশাপাশি করোনার ভ্যাকসিন নিশ্চিতে সরকারকে কাজ করতে হবে।

Advertisement