Homeসব খবরক্রিকেটম্যাচ হেরে যাকে দুষছেন তামিম

ম্যাচ হেরে যাকে দুষছেন তামিম

বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার তারুণ্যে গড়া দলের কাছে। তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার আগে নিয়মিত অধিনায়ক দ্বীমুথ করুণারত্নেকে দায়িত্ব চ্যুত করে অধিনায়ক করা হয় কুশল পেরেরাকে।

এরপরই তকমা লেগে যায় ‘তারুণ্য নির্ভর দল’ শ্রীলঙ্কা। আজ শেষ ওয়ানডেতে লঙ্কান একাদশে অভিষেক হয় তিন জনের। গত দুই ম্যাচ না খেলা নিরোশন ডিকওয়েলারও সুযোগ হয় একাদশে। তাও যেন নির্ভার সফরকারীরা। তরুণদের নেতা কুশল পেরেরার ব্যাটে ভর করে ২৮৭ রান তোলে লঙ্কানরা। পেরেরার ব্যাটে আসে ১২০ রান। এর মাঝেও আবার দুইটা জীবন পান তিনি।

ব্যক্তিগত ৭৯ রানের মাথায় লং অফে ক্যাচ তুললেও আফিফ হোসেনের হাত ফসকে জীবন পান পেরেরা। ৯৯ রানের মাথায় মাহমুদউল্লাহর হাত থেকে ফসকে যায় সহজ ক্যাচ। শেষ পর্যন্ত তুলে নেন শতক। দিন শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও দুষছেন নিজেদের বাজে ফিল্ডিংকে।

‘শ্রীলঙ্কা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এ ম্যাচে এসেছিল এবং আমরা তাদের সেটা করতে সাহায্য করেছি। আমরা বেশি শর্ট বল করেছি। আমরা আমাদের সুযোগগুলো নেইনি, গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ফেলেছি এবং আমাদের হয়তো ৩০ রান কম তাড়া করতে হতো।’

গত দুই ম্যাচে দলের অভিজ্ঞদের ব্যাটে চড়েই জয় পায় বাংলাদেশ। আজ সিনিয়রদের ব্যাটে রান আসেনি, তাতে দলও হেরেছে। তামিম বলছেন, সিনিয়রদের ওপর ভরসা করাটা খুব ভাল কাজ হবে না।

‘সিনিয়রদের ওপর ভরসা করাটা দুশ্চিন্তার, কিন্তু আমি সবসময়ই তরুণদের উপর ভরসা রাখি। আমি তাদের দিকে আঙুল তুলি না কারণ আমি জানি তারা কতটা পরিশ্রম করে। তারা পারফর্ম করলে আমরা দল হিসেবে আরও ভাল হবে কিন্তু এটা সমালোচনা করা সব সময়ই সহজ। আমি এমন কেউ নই যে নিজেদের খেলোয়াড়দের সমালোচনা করবে।’

Advertisement