Homeসব খবরবিনোদনমৃ'ত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই : মৌসুমী

মৃ’ত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই : মৌসুমী

‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর সেই সময় দশ কোটি টাকারও বেশি আয় হয় সিনেমাটির। বলা হয় এই আয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন। এরপর রাতারাতি তারকা বনে যান মৌসুমী। ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়িকার তকমাও পেয়ে যান এই সুদর্শিনী।

‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে আলাপকালে ক্যারিয়ার সম্পর্কে কথা বলেছেন। জন্মদিনের আলোচনার এক ফাঁকে জানিয়েছেন, জন্মদিন ছাড়াও প্রতিদিনই মৃ’ত্যুর কথা ভাবতে হবে। মৃ’ত্যুকে ভয় পেলে চলবে না। জন্ম যখন হয়েছে, তখন একদিন তো মরতেই হবে। এ কারণে মৃ’ত্যুকে জয় করার জন্য মৃ’ত্যুর ভাবনা ভাবতে হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালে আজকের দিনে খুলনায় জন্ম তার। ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হলে ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার অনুষ্ঠানে দেখা যায় তাকে। এরপর অভিষেক হয় বড় পর্দায়।

ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক সিনেমায় দেখা গেছে তাকে। নব্বই দশকের শুরুর দিকে আবির্ভাব হলেও এখনো দর্শক আগ্রহে রয়েছে তার অভিনীত সিনেমাগুলো। তবে অভিষেক ছিল নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন সালমান শাহ।

এছাড়াও এই অভিনেত্রী জানিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ, যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ কাজ করবেন। তিনি স্বপ্ন দেখতে পছন্দ করেন। এ কারণে জেগে জেগে স্বপ্ন লালন করেন, যাতে সেই স্বপ্নের মৃত্যু না হয়।

এদিকে জন্মদিন উপলক্ষে তারকা স্বামী ও অভিনেত্রী ওমর সানী বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেক কেটে তারকা স্ত্রীর বিশেষ দিনটি উদযাপন করেন। দুই ছেলেমেয়ে ও পুত্রবধূকে নিয়ে উদযাপনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেন চিত্রনায়ক ওমর সানী।

Advertisement