Homeসব খবরক্রিকেটমুশফিকের বেফাঁস মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ

মুশফিকের বেফাঁস মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম দু’টি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের জয়ে মুখ্য ভূমিকা নেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৭ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ১২৭ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন মুশফিক। দু’টি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে বাংলাদেশ। সেদিক থেকে এটা তাদের ঐতিহাসিক সিরিজ জয় সন্দেহ নেই। দেশকে এমন স্মরণীয় জয় এনে দিয়ে মুশফিকুর যেখানে নায়কের মর্যাদা পাচ্ছিলেন, সেখানে হঠাৎ করেই তাঁর অখেলোয়াড়সুলভ আচরণ তাঁকে ভিলেন বানিয়ে তোলে।

আসলে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে উইকেটকিপিং করার সময় এমন কিছু মন্তব্য করেন মুশফিকুর, যাঁ বিশেষজ্ঞদের গ্রহণযোগ্য মনে হয়নি। শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কা যখন ক্রিজে ছিলেন, তখন বোলার মেহেদি হাসানকে এমন কিছু পরামর্শ দেন মুশফিকুর, যা ক্রিকেটের স্পিরিট বিরোধী সন্দেহ নেই।

আসলে মুশফিকুর বোলারকে উদ্দেশ্য করে বলেন যে, শ্রীলঙ্কার ব্যাটসম্যান যদি সামনে চলে আসে, তবে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিতে। স্টাম্প মাইক্রোফোনের সুবাদে তাঁর পরামর্শ গিয়ে পৌঁছয় দর্শকদের কানেও। স্বাভাবিকভাবেই নেটিজেনরা মুশফিকের এমন আচরণ মেনে নিতে পারেননি।

মুশফিককে স্পষ্ট বলতে শোনা যায় যে, ‘ওরে ধাক্কা দিয়ে ফেলে দিবি যদি সামনে আসে।’ জাতীয় দলের সাবেক এ অধিনায়কের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে ভালোভাবে মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্লেষক ও নেটিজেনরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement