Homeসব খবরক্রিকেটভারতকে ১১০ রানের টার্গেট দিলো পাইলট-সুজনরা

ভারতকে ১১০ রানের টার্গেট দিলো পাইলট-সুজনরা

রোড সেফটি ওয়াল্ড সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় লিজেন্ডসের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ লিজেন্ডস। দুই ওপেনার তুলে ফেলেন ৫৯ রান। এরপরও দুই বল থাকতে ১০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ লিজেন্ডস। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার জাভেদ ওপর বেলিম ১৯ বলে ১ চারে ১২ রান করে আউট হন। তবে আফতাব আহমেদের জায়গায় সুযোগ পাওয়া ওপেনার নাজিমউদ্দিন ৩৩ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৯ রানের দারুণ ইনিংস খেলে আউট হন।

এরপর আর রান করতে পারেননি বাংলাদেশের কেউ। তিনে নেমে নাফিস ইকবাল ১০ বলে ৭ রান করে আউট হন। মোহাম্মদ রফিক করতে পারেন এক রান। এরপর হান্নান সরকার ৩ রান করে সাজঘরে ফেরেন। আব্দুর রাজ্জাক করেন ২ রান এবং পেসার শরিফের ব্যাট থেকে আসে ৫ রান।

এক প্রান্ত ধরে রাখা রাজিন সালেহের ব্যাট থেকে আসে ২৪ বলে ১২ রান। খালেদ মাসুদ পাইলট ৬ রান করে অপরাজিত থাকেন। খালেদ মাহমুদ সুজন করেন ৭ রান। ভারতের লিজেন্ডসের হয়ে বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মানপ্রিত গনি।

Advertisement