Homeসব খবরক্রিকেটবিশ্বকাপে ফের অঘটন, জিম্বাবুয়ের কাছে হার পাকিস্তানের

বিশ্বকাপে ফের অঘটন, জিম্বাবুয়ের কাছে হার পাকিস্তানের

আজ বুধবার (২৭ অক্টোবর) পার্থে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে তার আস্থার প্রতিদান দিতে পারেননি দলটির ব্যাটারা। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে ব্যর্থ হন তারা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক অঘটনের সাক্ষী হচ্ছে ক্রিকেট বিশ্ব। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে সবাইকে চমকে দেয় পুচকে নামিবিয়া। পরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিস্ময় উপহার দেয় আয়ারল্যান্ড। এবার পাকিস্তানকে ১ রানে পরাজিত করে ম্যাজিক দেখালো জিম্বাবুয়ে।

ওয়েসলি মাধেবেরে ১৭ রানে এবং আরভিন ফিরে যান ১৯ রান করে। পরে মিল্টন শুম্বা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা কেউই পারেননি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে। তবে শন উইলিয়ামস একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। যদিও দলের হয়ে বড় রান করতে পারেননি তিনি। এ মিডলঅর্ডার ফেরেন ৩১ রান করে।

মূলত পাকিস্তানের শাদাব খান এবং মোহাম্মদ ওয়াসিমের বোলিং তোপে দিশেহারা হন জিম্বাবুয়ে ব্যাটাররা। ওয়াসিম একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া শাদাব খান তুলে নেন ৩ উইকেট। তবে শেষ দিকে ব্র্যাড ইভান্সের ১৫ বলে ১৯ রানের চেষ্টায় সম্মানজনক স্কোর পায় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে রোডেশিয়ানরা। রায়ান বার্ল ১০ রানে অপরাজিত থাকেন।

Advertisement