Homeসব খবরজাতীয়ফেরি বন্ধ: মাইকিং করলেও সরছেন না যাত্রীরা

ফেরি বন্ধ: মাইকিং করলেও সরছেন না যাত্রীরা

করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক আজ শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

এদিকে, শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নৌপথে ফেরি চলাচল। এত বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ। আজ শনিবার (০৮ মে) সকালে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে দেখা যায়, পারাপারের অপেক্ষায় ভিড় করছেন হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। বিআইডব্লিউটিএ সকাল থেকে ঘাট এলাকায় মাইকিং করলেও যাত্রীরা ঘাট থেকে সরছেন না।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, মধ্যরাত থেকে শিমুলিয়া ঘাটে সকল প্রকার ফেরি পারাপার বন্ধ রয়েছে। ফেরি কুঞ্চলতা সকাল ৮টা ১০ মিনিটের সময় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ৫টি অ্যাম্বুলেন্স, দুটি পুলিশের পিক্যাপ ভ্যান ও ৫ শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে ভিড়লে ওই ফেরিতে যাত্রীরা ওঠে। পরে ফেরিটি ঘাট এলাকায় রয়েছে। যাত্রীদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শিমুলিয়া ঘাটে প্রায় ৪ শতাধিক ট্রাক ও পিকআপ ভ্যান পারাপারের অপেক্ষায় রয়েছে। হাজারো যাত্রী ঘাটে পার হওয়ার জন্য জড়ো হয়েছে।

Advertisement