Homeঅন্যান্যপূজা উপলক্ষে ভারতে গেল আরও ৮ টন ইলিশ

পূজা উপলক্ষে ভারতে গেল আরও ৮ টন ইলিশ

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরিশাল নগরের পোর্ট রোডস্থ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুটি ট্রাক এসব ইলিশ নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করে। দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে আরও ৮ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। এ নিয়ে বরিশাল নগরের পোর্ট রোডস্থ মোকাম থেকে ৬০ টন ইলিশ ভারত গেছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিরব হোসেন টুটুল জানান, বাণিজ্য মন্ত্রণালয় বরিশাল থেকে ৪ ব্যবসায়ীকে ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবেন তারা। এ সময়ের মধ্যে আরও দুই দফা ইলিশ পাঠানোর চিন্তা করা হচ্ছে। এর আগে তিন দফায় ৫২ টন ইলিশ ভারতে পাঠানো হয় বলে জানান তিনি।

বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, ‘রপ্তানিকারী প্রতিষ্ঠান জানিয়েছে ৮ থেকে ১০ টন ইলিশ ভারতের উদ্দেশে পাঠাবে। তবে শেষ পর্যন্ত কী পরিমাণ পাঠানো হয়েছে সেই হিসাব জানাতে কিছুটা সময় লাগবে। ’

Advertisement