Homeসব খবরক্রিকেটপাকিস্তান হারতেই শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠে নেমে গম্ভীরের উল্লাস

পাকিস্তান হারতেই শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠে নেমে গম্ভীরের উল্লাস

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে শেষ হাসি হেসেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা। রবিবার পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে লঙ্কানরা। দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের এমন সাফল্যে বেশ খুশি হয়েছেন ভারতের সাবেক তারকা গৌতম গম্ভীরও। ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গম্ভীর এবারের এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন।

ফাইনালে পাকিস্তানের পরাজয়ের পর স্টেডিয়ামে উল্লাসে মাতেন শ্রীলঙ্কার সমর্থকরা। এ সময় আবেগ ধরে রাখতে পারেননি গম্ভীর। শ্রীলঙ্কার পতাকা হাতে তুলে ধরে সমর্থকদের দেখান তিনি। এই দৃশ্যের ভিডিও গম্ভীর নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে গম্ভীর লিখেছেন, ‘সুপারস্টার টিম…সত্যিকারের জয়ের দাবিদার!’ এর সঙ্গেই গম্ভীর হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘শুভেচ্ছা শ্রীলঙ্কা’।

Advertisement