Homeসব খবরজেলার খবরপদ্মায় ধরা পড়েছে ২৫ কেজির বাগাইড়

পদ্মায় ধরা পড়েছে ২৫ কেজির বাগাইড়

বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের উজানে জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

জেলে সোনাই হলদার জানান, গতকাল সকালে বড় মাছ পাবার আশায় তিনি ও তার সহযোগীরা নদীর বিভিন্ন অংশে জাল ফেলেন। সকাল পৌনে ৮টার দিকে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া আড়তে নিয়ে গেলে এক নজর দেখতে ভিড় করে সবাই।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘সকালে ২৫ কেজি ওজনের মাছটি আড়তে আনা হয়। প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মাছটি সাড়ে ৩২ হাজার টাকায় কেনা হয়। মাছটি আপাতত ৫ নম্বর ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি বিক্রির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। যে কারণে এখন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।’

Advertisement