Homeসব খবরআন্তর্জাতিকনরেন্দ্র মোদির সাথে প্রথম সাক্ষাৎ হবে

নরেন্দ্র মোদির সাথে প্রথম সাক্ষাৎ হবে

আগেরবার যখন পশ্চিমবঙ্গ রাজ্যে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। ভোটের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির প্রচার কর্মসূচিকে উচ্চ সুরে বেঁধে দিতে আজ রবিবার ব্রিগেডে সমাবেশ করবেন নরেন্দ্র মোদি। রাজ্যে ‘বিজেপি হাওয়ার জোর’ বোঝাতে ভিড়ের নিরিখেও নতুন রেকর্ড তৈরির লক্ষ্য নিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। সঙ্গে মঞ্চে বিভিন্ন চমক থাকছেও বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মোদির সঙ্গে প্রথম সাক্ষাতের আগের রাতে প্রায় ঘুম হয়নি, জানালেন প্রার্থী হতে আশাবাদী শ্রাবন্তী। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, গায়ে কাঁটা দিচ্ছে। সকাল-সকাল উঠে গিয়েছে। রাতে বলতে গেলে ঘুম হয়নি। কারণ, প্রথমবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাব। তার সঙ্গে দেখা হবে। অত্যন্ত উত্তেজিত। সোনার বাংলায় আসার জন্য স্বাগত জানাব।’

একইসঙ্গে তিনি জানান, বিধানসভা ভোটের প্রার্থী হওয়ার আশা করছেন তিনি। তবে বাকিটা নির্ভর করছে দল এবং ‘উপরওয়ালার’ উপর।

Advertisement