Homeসব খবরজাতীয়গাড়ি-অটোরিকশা-মোটরসাইকেলে ঢাকা ছাড়ছে মানুষ

গাড়ি-অটোরিকশা-মোটরসাইকেলে ঢাকা ছাড়ছে মানুষ

চলমান লকডাউনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প উপায়ে বিভিন্ন জেলায় যাতায়াত করছে মানুষ। এজন্য বেছে নিচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইক ও প্রাইভেটকার। সিএনজি অটোরিকশার চালক দুলাল মিয়ার মুখে মাস্ক নেই। পাঁচ যাত্রী নিয়ে তিনি চলেছেন নবাবগঞ্জের বান্দুরার দিকে। এই চালক বলেন, অনেক দিন ধইর‌্যা বসা। পেট আর চলে না। তাই কয়েক দিন অইল বাসা থেকে বাইর অইছি।

অটোরিকশার যাত্রী আমিনউদ্দিন বলেন, তিনি কসমেটিকস ব্যবসায়ী। অনেক দিন বন্ধের পর মার্কেট খোলায় মাল কিনতে এসেছিলেন। তিনি বলেন, ব্যবসা খুব খারাপ যাচ্ছে, সংসার চালানো দায় হয়ে গেছে। রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন আবদুর রহমান। সব বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এখন দূরপাল্লার যাত্রী বহন করেন। গাবতলী থেকে ধামরাইয়ে যেতে একজন তাকে ভাড়া করেন।

অনেকে ধারদেনা করে সংসার চালালেও শেষ রক্ষা করতে না পেরে পরিবার পরিজন নিয়ে একেবারে ঢাকা ছাড়ছেন। চাকরি হারিয়ে স্বল্প আয়ের মানুষরা সংসারের খরচ না চালাতে পারায় গ্রামে চলে যাচ্ছেন। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতেও চলছে বাস ছাড়া সবধরনের গণপরিবহন। এতে কোথাও কোথাও সড়কে তৈরি হচ্ছে যানজট। প্রায় সব জায়গায় মানুষের অবাধ চলাচলে রাজধানী ফিরেছে প্রায় আগের চেহারায়।

তবে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে সড়কে যানবাহন বাড়ায় লকডাউন কার্যকরে অসহায়ত্বের কথা জানিয়েছে পুলিশ। সে কারণেই বেশিরভাগ জায়গা থেকে চেকপোস্ট সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তারা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দোকান ও শপিংমল খোলা থাকায় রাস্তায় বের হচ্ছেন অনেকে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা।

Advertisement