Homeসব খবরজেলার খবরকুমিল্লায় মুলার বাম্পার ফলন!

কুমিল্লায় মুলার বাম্পার ফলন!

কেউ কেউ মুলার পরিচর্যা করছেন আবার কেউ মুলা উঠাতে ব্যস্ত সময় পার করছেন। সবুজ গাছের গোড়ায় মাটি ভেদ করে উঠা সাদা মুলা কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। কুমিল্লা জেলার গোমতী নদীর চরে মুলার বাম্পার ফলন হয়েছে। চরের কৃষকরা মুলা চাষে স্বাবলম্বী হয়েছেন।

মুলা সংগ্রহ করতে পাইকাররা জমির পাশেই অপেক্ষা করেন। এখন কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মুলা সংগ্রহ করে তা পরিষ্কার করে আটি বেধে রাখছেন। পাইকাররা সেই মুলা গাড়ীতে করে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এই চরের উৎপাদিত মুলা জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে।

মুলা চাষি ফজর আলী বলেন, গোমতীর চরে ৩৫ শতক জমিতে মুলা চাষ করেছেন। বীজ, সার, কীটনাশক ও মজুরী সহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। সেই মুলা ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। মুলা চাষে লাভবান হওয়ায় তার মুখে তৃপ্তির হাসি লেগেই আছে।

চট্টগ্রাম থেকে আসা পাইকার জাহিদ হোসেন বলেন, দিন দিন মুলার চাহিদা বাড়ছে। ৭০ হাজার টাকার মুলার ক্রয় করলে পরিবহন খরচ বাবদ আরো ১০ হাজার টাকা খরচ হয়। এই মুলা ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করবেন। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, এজেলার উৎপাদিত মুলা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আমরা কৃষকদের সব ধরনের সহযোগীতা করতে মাঠে কৃষি কর্মকর্তা নিয়োজিত রেখেছি।

Advertisement