Homeসব খবরক্রিকেটএই বিশ্বকাপ নয়, আমাদের টার্গেট ২০২৪ বিশ্বকাপ : পাপন

এই বিশ্বকাপ নয়, আমাদের টার্গেট ২০২৪ বিশ্বকাপ : পাপন

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা শুধু এই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছি না। আমাদের টার্গেট ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন কোনো কোচ নাই, বোর্ড নাই যারা একমাসের মধ্যে রাতারাতি সব পরিবর্তন করে দিবে। এতদিন যা হয়েছে অনেক। সামনে লং টার্ম চিন্তা করছি।

পাপন বলেন, আমাদের একই ধরনের ক্রিকেটার, একই ধরনের স্টাফ আছে। তবুও আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারছি না। আমরা এগুলোর পরিবর্তন আনার চেষ্টা করছি। একটা জিনিস আপনাদের পরিষ্কার বলে দেই, আমরা এখন যা করছি সেটা এই বিশ্বকাপের জন্য না। এই বিশ্বকাপ দেখে চিন্তা করলে হবে না। আপনাকে পরের বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে।

মাহমুদউল্লাহর জায়গা অন্য কাউকে ভাবছে কি না বোর্ড এমন প্রসঙ্গে পাপন বলেন, এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। আমরা যে জিনিসটা চাচ্ছি, সেটা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট পুরোপুরি আলাদা। আমরা আসলে টি-টোয়েন্টিটা অন্যান্য দেশের মতো এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না এটা আমাদের ধারণা। তবে আমরা এখান থেকে দ্রুত বেড়িয়ে আসতে পারবো। আমাদের টার্গেট ছয়-সাত মাস বা সর্বোচ্চ এক বছর। সুন্দর একটি দল হিসেবে আমরা যেন দাঁড়িয়ে যেতে পারি।

Advertisement