Homeসব খবরবিনোদনআমাকে ভাই ডাকে, হাবিবকেও ভাই ডাকে : ফেরদৌস ওয়াহিদ

আমাকে ভাই ডাকে, হাবিবকেও ভাই ডাকে : ফেরদৌস ওয়াহিদ

‘আমরা বাবা-ছেলে দুইজনই সকলের ভাই। এই যে জাহিদ হাসান এসে আমাকে ভাই বলল, আবার হাবিব এসেও জাহিদ হাসানকে ভাই বলল। সবার অজান্তে এই নাটকটা হয়ে গেল।’ কথাগুলো বলছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

আজ রবিবার দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে লাং ফাউন্ডেশনের আয়োজনে একটি থিম সং প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে থজিম সংয়ের গায়ক ফেরদৌস ওয়াহিদকে ডাকা হয়, এরপর জাহিদ হাসান ও হাবিবকেও মঞ্চে নেওয়া হয়।

মঞ্চে হাবিব এই গানের নেপথ্যের কথা বলার পরই ফেরদৌস ওয়াহিদ মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমাদের বাবা-ছেলের এমন নাটক মিডিয়ায় চলতেই থাকবে। শুধু আজকেই নয়, এই ঘটনা অসংখ্যবার অসংখ্য জায়গায় ঘটেছে। কণ্ঠশিল্পী মেহরিন আমাকেও বলে ফেরদৌস ভাই, হাবিবকেও বলে ফেরদৌস ভাই। এটা আসলে করার কিছু নেই, আমরা সবাই ভাই।’

হাবিব ওয়াহিদ নিজের ও ছেলে আলিফের প্রসঙ্গেও বলতে গিয়ে এমন ঘটনার কথা জানালেন। হাবিব বললেন, ‘এই যে মঞ্চে শাকুর আংকেল দাঁড়িয়ে আছেন। আমার ছেলে ৯ বছরের আলিফ সেও শাকুর আংকেলকে, আংকেল ডাকে। আমিও তাঁকে আংকেলই ডাকি।’

বাবা-ছেলের এমন মজার অভিজ্ঞতায় বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিরা বেশ উপভোগ করেন। সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি এই থিম সংয়ের মাধ্যমে প্রায় ১০ বছর পর আবারও একই গানে কণ্ঠ দিয়েছেন। গানটির সুর ও সংগীত করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। এটি লিখেছেন ডা. কাজী বেন্নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।

Advertisement