Homeসব খবরক্রিকেটঅস্ট্রেলিয়ার কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক

অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক

প্রথম ম্যাচেই জেগেছিল সম্ভাবনা। কিন্তু রিভার্স সুইপ করতে গিয়ে নিজেই হারান সেই সুযোগ, থামতে হয় ৮৪ রানে। দ্বিতীয় ম্যাচে আর ভুল করেননি মুশফিকুর রহীম। দলের ঘোর বিপদের সময় অসাধারণ ব্যাটিং করে ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মুশফিকের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পেয়েছে লড়াই করার ভিত। মাত্র ১৫ রানে ২ উইকেট পতনের পর উইকেটে এসে, ইনিংসের ৪৫ ওভারে গিয়ে নিয়েছেন নিজের শততম রান। দুশমন্ত চামিরার বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছেছেন তিনি।

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি অ্যালান রবার্ট বর্ডারকে পেছনে ফেলে দিয়েছেন মুশফিকুর রহিম। গতকাল মঙ্গলবার (২৫ মে) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে অনবদ্য শতরান করার পথে তিনি এ কৃর্তী গড়েন। অ্যালান বোর্ডার ২৭৩ ম্যাচের ২৫২ ইনিংসে খেলে ৬ হাজার ৫২৪ রান সংগ্রহ করেছিলেন।

মুশফিকুর রহিম এ ম্যাচের আগে ২২৫টি ম্যাচের ২১১ ইনিংস খেলে ৬ হাজার ৪২৮ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে তার সর্বোচ্চ রান ১৪৪ রয়েছে। আজ ১২৫ সংগ্রহের মধ্য দিয়ে তিনি অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে যান। বর্তমানে মুশফিকের ঝুলিতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরি।অ্যালান বোর্ডারের ক্যারিয়ারে রয়েছে মাত্র ৩টি সেঞ্চুরি। আর হাফসেঞ্চুরি রয়েছে ৩৯টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ১২৭।

Advertisement