Homeসব খবরক্রিকেটঅবশেষে বেটউ'ইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব

অবশেষে বেটউ’ইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব

অবশেষে বেটউই’নার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। এর আগে বেটিং প্রতিষ্ঠান বেটউই’নার নিউজের সঙ্গে চুক্তি থেকে সরে না গেলে সাকিব আল হাসানকে বাদ দেয়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার ধানমন্ডিতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেসময় তিনি বলেন, সাকিব যদি চুক্তি থেকে সরে না আসে তাহলে তাকে স্কোয়াডে নেয়ার কোন সুযোগ নেই। অধিনায়কত্ব তো পরের বিষয়। বেটিংয়ের সঙ্গে যাদেরই সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে জিরো টলারেন্সে যাবে বিসিবি।

বেটিং সংস্থা বেটউই’নারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষে’ধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষি’দ্ধ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

Advertisement