Homeসব খবরবিনোদনঅনেকে রাজের প্রশংসা করছে, কী যে ভালো লাগছে :...

অনেকে রাজের প্রশংসা করছে, কী যে ভালো লাগছে : পরীমণি

রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে একসঙ্গে চলছে শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমা। নায়কের বৃহস্পতি এখন তুঙ্গে, সেটা কতটা? যতটা হলে সিনেমা হলে পাশাপাশি একসঙ্গে চলে তিন তিনটি সিনেমা। যে নায়কের কথা হচ্ছে তিনি ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ।

‘পরাণ’ সিনেমায় রোমানের চরিত্রে অভিনয় করে দর্শকমনে দাগ কেটেছে শরিফুল রাজ। সিনেমাটি রাজধানীর আধুনিক দুই প্রেক্ষাগৃহে চলছে ১১০ দিনের বেশি সময় ধরে। অন্যদিকে, ‘হাওয়া’ সিনেমায় তাঁর ইব্রাহীম চরিত্র যুক্ত করেছে নতুন পালক; সিনেমাটি চলছে ৯১ দিন ধরে।

শুধু দেশের বাইরে নয়, বিদেশেও তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি দুটি। আর শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দামাল’; যেখানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন রাজ। মুক্তির প্রথম দিনই প্রশংসা করছেন অনেকে।

এদিকে রাজের পরাণ, হাওয়া ও দামাল দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করায় স্ত্রী পরীমনির যেন আনন্দের সীমা নেই। তিনি বলেন, ‘রাজ হ্যাট্রিক করায় আমি খুশি। আমি অসম্ভব খুশি। বলে বোঝাতে পারব না কতটা খুশি আমি। রাজের সফলতা আমারও সফলতা। রাজকে বলেছি, দামালের টিকিট বুকিং দিতে। দামাল দেখার জন্য মনটা ছটফট করছে।’

এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘দামাল সিনেমায় রাজের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। অনেকে রাজকে ফোনে না পেয়ে আমাকে কল করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কী যে ভালো লাগছে। এমনটাই তো চেয়েছিলাম।’

পরীমনি তার ভক্তদের দামাল সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘মন থেকে চাইছি, দলে দলে সবাই দামাল দেখুন। যারা আমার ভক্ত, আমাকে যারা পছন্দ করেন, সবাই দামাল দেখুন এবং বাংলাদেশের সিনেমার পাশে থাকুন।’

Advertisement