Homeসব খবরজাতীয়৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

ভ্রমণপিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু এবং ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে প্রতিষ্ঠানটি। পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, স্বাভাবিক মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই।

মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (ভ্রমন ও রেন্ট-এ-কার) মো: নজরুল ইসলাম বলেন, ৮ জুলাই অনলাইনে বুকিং শুরু হলেও আজ ব্যপক সাড়া পাওয়া গেছে। বুকিংয়ের জন্য আমার অফিসার মোবাইল সারাদিনে রাখতে পারেনি। আজই হয়তো বুকিং শেষ হবে। প্রথমে একটি ট্রাভেল বাস নিয়ে যাত্রার পরিকল্পনা থাকলেও বিভিন্ন সুপারিশে যে পরিমান বুকিং হয়েছে তাতে দুটি ট্রাভেল বাস নিয়ে যেতে হবে। সর্বনিন্ম লোক নিয়ে গেলেও ৫০ জন যাত্রী থাকবে।

যাত্রা পরিকল্পনা নিয়ে নজরুল ইসলাম বলেন, ৪টায় গাড়ি ছেড়ে দুই ঘন্টার মধ্যে ভাঙ্গা মোড় পর্যন্ত চলে যাবো। সেখানে ঘাশবন রেস্তোরায় নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুন্দর পরিবেশে ৫০ জন বসার ব্যবস্থা রয়েছে। এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যখন রাতের আলো জ¦লে ওঠবে তখন ৭টার দিকে রওয়না দিয়ে ৯টার দিকে ফেরত আসবো।

প্রধানমন্ত্রীর যে শখের পদ্মাসেতু যেন সাধারণ মানুষ ঘুরে দেখতে পারে সেই লক্ষ্যে এমন কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক কার্যক্রম বিশেষ করে ট্যুরিজম বন্ধ ছিলো। আমরা নতুন আঙ্গিকে এই কার্যক্রমগুলো শুরু করেছি। পাশাপাশি নতুন গাড়ি বহরে ৪টি এসি ট্যুরিষ্ট কোচ, ৪টি এসি মাইক্রোবাস দিয়ে কার্যক্রম শুরু করেছি।

২২ জুলাইয়ের পর পরবর্তী সপ্তাহে আবারো এই যাত্রার ব্যবস্থা করা হবে জানিয়ে এই ব্যবস্থাপক জানান, প্রথম অবস্থায় স্বল্প টাকায় ভ্রমণের সুযোগ থাকলেও পরবর্তীতে এই খরচ বাড়বে। কমার্শিয়াল কোচে ৯৯৯টাকার প্যাকেজে কিছুটা লোকসানও হতে পারে, তাই খরচ তুলতে পরবর্তীতে ভাড়া আরও বাড়বে।

এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতু মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে সবকিছুই সংরক্ষণ করা যাবে। গাড়ি শনাক্ত করতে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা। এতে দুর্ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধন করেন। ঠিক এর পরদিন থেকে দেশের এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়। এই দিনই দুর্ঘটনায় সেতুতে প্রাণ যায় দুজন মোটরসাইকেল আরোহীর। একই সঙ্গে আইন অমান্যসহ নাট খুলে ফেলার ঘটনা ঘটে। এর কিছু দিনের ভেতরে গাড়ির ধাক্কায় দুবার ক্ষতিগ্রস্ত হয়েছে টোল প্লাজার বক্স।

এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেছেন, সেতুর কিছু কাজ এখনও চলমান রয়েছে। এ জন্য যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুমে বসানোর কাজ এগোচ্ছে। সিসি টিভির মাধ্যমে এ নিয়ন্ত্রণ তদারকি করা হবে।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটারে চলছে সবকিছুই রেকর্ড হবে। কাজটি নকশা পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।

Advertisement