Homeসব খবরক্রিকেটহাসপাতালে পাঠানো হলো রোহিত শর্মাকে

হাসপাতালে পাঠানো হলো রোহিত শর্মাকে

মোহাম্মদ সিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে যখন তিনি ক্যাচ ধরার চেষ্টা করছিলেন, সেইসময়ই বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। ইতিমধ্যেই রোহিত মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

ম্যাচের শুরুতেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া। কারণ, ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে যখন তিনি ক্যাচ ধরার চেষ্টা করছিলেন, সেইসময়ই চোট পান তিনি। ইতিমধ্যেই রোহিত মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। পরিবর্ত ফিল্ডার নিয়ে আসা হয়েছে।

মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে আপাতত ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলছে। এই ম্যাচের দ্বিতীয় ওভারেই ভারতীয় ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেল। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার বাঁ হাতে বল লাগার পরেই তাঁর বুড়ো আঙুল থেকে রক্ত ঝরতে শুরু করে দেয়।

কার্যত বাধ্য হয়েই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আপাতত দেখে যা মনে হয়েছে, তাতে চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। তিনি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেইসময় তাঁর হাত থেকে ফোঁটা ফোঁটা রক্তও ঘাসের উপরে পড়ছিল। এই ঘটনাটি দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হয়েছে। এনামুলের একটি শট তাঁর কাছে পৌঁছলে, রোহিত বলটি ক্যাচ ধরতে যান। সেইসময়ই তাঁর হাতে চোট লেগেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রোহিতকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর স্ক্যান হবে।

মহম্মদ সিরাজের আগুনে পেস ঠিক করে ঠাহর করতে পারেননি এনামুল। তিনি ভুল শট নির্বাচন করেন। ফলে বলটি তাঁর ব্যাটের কানা লেগে স্লিপে চলে যায়। সেখানেই দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। যদিও রোহিত যতটা আশা করেছিলেন, বলটা তার থেকে অনেকটাই নিচুতে এসেছিল। আর সেকারণেই তাঁর হাতে লাগে। একদিকে তিনি যেমন ক্যাচটাও ধরতে পারলেন না, ঠিক তেমনই হাতে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হাতটা শক্ত করে ধরেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর জায়গায় রজত পতিদার ফিল্ডিং করতে নেমেছেন।

সেইসময় কমেন্ট্রি করছিলেন বিবেক রাজদান। তিনি বলেন যে এই চোটটি গুরুতর হলে রোহিত হয়ত ব্যাট করতেও নামবেন না। অন্যদিকে তাঁর অনুপস্থিতিতে কেএল রাহুল টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সামলাচ্ছেন। রাহুল এই ম্যাচে উইকেটকিপিং করছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, চলতি সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট দলকে লজ্জার হার স্বীকার করতে হয়েছিল। ওই ম্যাচে মেহদি হাসানকে আউট করতে না পারা নিয়ে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে কেএল রাহুলও ক্যাচ ছেড়ে দিয়েছিলেন। সেকারণে তাঁকে নিয়েও যথেষ্ট কথা উঠেছিল।

যদি রোহিত শর্মার এই চোট গুরুতর হয়, সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দল যে একটা বড়সড় ধাক্কা খাবে তা নিয়ে সন্দেহ নেই। কারণ এই একদিনের সিরিজের পর টিম ইন্ডিয়াকে টেস্ট সিরিজও খেলতে হবে।

Advertisement