Homeসব খবরক্রিকেটহাথুরুসিংহে বকাঝকা করতো খারাপ করলে, কিন্তু ডমিঙ্গো এতটা রিয়েক্ট...

হাথুরুসিংহে বকাঝকা করতো খারাপ করলে, কিন্তু ডমিঙ্গো এতটা রিয়েক্ট করে না

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক আগের আসরের শেষ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল। ১৫.৪ ওভারের ওই ইনিংস দিয়েই শেষ হয়েছিল ব্যর্থ মিশন। মাঝে পাঁচ বছর কেটে গেছে। কিন্তু বাংলাদেশের ভাগ্য বদল হয়নি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৩ রানে অলআউট হলো বাংলাদেশ। আগের বারের চেয়ে ৩ রান বেশি। তবে এবার ইনিংসটা আরও ৪ বল কম স্থায়ী হয়েছে।

আট উইকেটের বড় হারে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার গল্প শেষ হলো। এমন বিবর্ণ বিশ্বকাপ কেউই কল্পনা করেননি। সুপার টুয়েলভ পর্বে জয়ের খরা ১৪ বছর পরেও কাটানো গেল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হওয়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও জানালেন, তিনিও কারণ খুঁজছেন কেন এমন হলো? ধ্বংস স্তুপে ডুবে যাওয়ার কারণ জানা নেই তারও। তবে সংবাদ সম্মেলনের শুরুতে কিছুটা তোপ তাকেও সামলাতে হয়েছে। কথা বলেছেন কোচিং স্টাফ প্রসঙ্গেও।

তবে হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের ভূমিকা নিয়ে অনেক কথা বলতে গিয়েও বললেন না মাহমুদউল্লাহ। মুখ সামলে ডমিঙ্গো সম্পর্কে বলেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে কোনো সমস্যা নেই। কোচ রাখার বিষয়টি পুরোটাই বোর্ডের ওপর। দায়িত্ব কার থাকবে বা থাকবে না সেটা বোর্ডের সিদ্ধান্ত। প্রতিটা কোচের ভিন্ন মতাদর্শ থাকে। হাথুরুসিংহে বকাঝকা করতো খারাপ করলে, কিন্তু ডমিঙ্গো এতটা রিয়েক্ট করে না। এটা কোচদের নিজ নিজ বিষয়।’-ইত্তেফাক

Advertisement