Homeসব খবরক্রিকেটদলের সাথে নয়, দুবাইয়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন চার...

দলের সাথে নয়, দুবাইয়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন চার টাইগার ক্রিকেটার

হতাশার চাদরে মুড়িয়ে এবার বাংলাদেশকে বিশ্বকাপ উপহার দিয়েছে টাইগার ক্রিকেটাররা। মূলপর্বের সব ম্যাচে হেরে যায় বাংলাদেশ। আসর শেষ করে আগামীকাল দেশ ফেরার কথা আছে বাংলাদেশ দলের। কিন্তু দলের সাথে ফিরছেনা চার বাংলাদেশি ক্রিকেটার। ছুটি কাটিয়ে তারপরে দেশে ফিরবে তারা।

এক বিশেষ সূত্রে জানা যায় যে, লিটন দাস, মুশফিকুর রহিম, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ দলের সাথে দেশে ফিরছেন না। চার ক্রিকেটারই তাদের পরিবারের সাথে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। তারপর ফিরবেন দেশে।

দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয় ও বিশ্বকাপের কঠোর প্রটোকল থাকার কারণে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের আগে নিজেদের চাঙ্গা করে নিতে ক্রিকেটাররা ছুটির সুযোগ কাজে লাগাচ্ছেন। বাংলাদেশে ফিরে সাথে সাথেই আবার পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হবেন তারা। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর মাঠে গড়াবে দুটি টেস্ট।

এই চার ক্রিকেটার ছাড়া বাকি ক্রিকেটাররা শুক্রবারই (৫ নভেম্বর) দেশের উদ্দেশে রওয়ানা হবেন। শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারিরা দুই ভাগে বিভক্ত হয়ে আসবেন দেশে। ক্রিকেটার-স্টাফ মিলে ১২ জন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় দুবাই ছাড়বেন, এমিরেটস এয়ারলাইন্সে চড়ে দেশে পৌঁছাবেন বিকেলে। বাকি পাঁচ ক্রিকেটার রওয়ানা হবেন শুক্রবার বিকালে, পৌঁছাবেন রাত এগারোটায়।

Advertisement