Homeসব খবরআন্তর্জাতিকহাজারও শারী’রিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন পিয়াসা

হাজারও শারী’রিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন পিয়াসা

শারী’রিক প্রতিবন্ধকতাকে জয় করে, NET-এ ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন শান্তিপুরের ছাত্রী। NET পরীক্ষায় বড় সাফল্য। বাংলায় সর্বোচ্চ ৯৯.৫৬ শতাংশ নম্বর পেয়েছেন কোচবিহারের কৃষক পরিবারের মেয়ে, আফরুজা। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে, NET-এ ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন শান্তিপুরের ছাত্রী।

জন্ম থেকেই হাঁটাচলার ক্ষমতা নেই, ঠিকমতো বসতেও পারেন না। কিন্তু ছোট থেকেই পড়াশোনা তাঁর ধ্যান জ্ঞান। ভয়’ঙ্কর প্রতিকূলতা কিন্তু তাঁর অধ্যাবসায় কোনও খামতি ছিল না। আর এই মনের জোরকে হাতিয়ার করেই অসাধ্যসাধন। প্রতিবন্ধকতাকে জয় করে নেট পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছেন, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পিয়াসা মহলদার।

রেকর্ড নম্বরও পেয়েছেন পিয়াসা। বাংলা বিষয়ে তাঁর পার্সেন্টাইল ৯৯.৩১ শতাংশ। রেকর্ড নম্বর পেয়ে নেট উত্তীর্ণ পিয়াসা বলছে, আমি নিজে থেকে কিছুই করতে পারিনা। আমার সমস্ত কাজকর্মই করে দেন মা বাবা ও ভাই। নেটে পাস করার দরুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে পারবো, এতেই আমি খুশি। শান্তিপুর কলেজ থেকে স্নাতক, পিয়াসার এই সাফল্যে আপ্লুত পরিজনরা।

অন্যদিকে, এবছর NET-এ বাংলা বিভাগে নজির গড়েছেন কোচবিহারের বড়গদাইখোড়া এলাকার বাসিন্দা, আফরুজা খাতুন। কৃষক পরিবারের মেয়ে আফরুজার বাংলার পার্সেন্টাইল ৯৯.৫৬ শতাংশ। শীতলকুচি কলেজ থেকে স্নাতক স্তরে পড়াশোনা শেষে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আফরুজা। সাধারণ পরিবারের মেয়ের, এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা এলাকা।

সূত্র: এবিপি আনন্দ।

Advertisement