Homeসব খবরবিনোদন‘হাওয়া' নিয়ে দর্শকের উন্মাদনা শুরু হয়ে গেছে’

‘হাওয়া’ নিয়ে দর্শকের উন্মাদনা শুরু হয়ে গেছে’

অন্যরকম আলোচনায় আসে ‘হাওয়া’ সিনেমাটি। আর থাকবেই না কেন- এ সিনেমার কেন্দ্রে আছেন চঞ্চল চৌধুরী। ট্রেলারেই প্রশংসা পেয়েছে তাঁর লুক। এর আগে এমন লুকে তাঁকে দেখা যায়নি। খোঁচা খোঁচা কাঁচাপাকা দাড়ি, মাথার ছোট চুল, পোশাক, বাচনভঙ্গি- সব মিলিয়ে দর্শকের সামনে ভিন্ন রূপে আসছেন এই ভার্সেটাইল অভিনেতা। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে আগামীকাল।

মাঝসমুদ্রে একটি মাছ ধরা ট্রলারে গাদাগাদি করে বসে আছেন কয়েকজন মাঝিমাল্লা। শুরুতেই চান মাঝি রহস্যভরা কণ্ঠে জানতে চান- ‘কোন বোটত্থে আইছো? সত্যি করে কও?’ এরপরই টর্চলাইটের আলো পড়ে একটি মেয়ের মুখে। এমন রহস্য আর রোমাঞ্চে ভরা ‘হাওয়া’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে বেশিদিন হয়নি। এর পরই শুরু হয় হাওয়ায় ভেসে বেড়ানোর পালা।

এটিই নির্মাতার প্রথম সিনেমা। ট্রেলারে মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এলো ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামে গান। সারাদেশে ছবিতে সাড়া পড়ে যায় হাশিম মাহমুদের লেখা ও এরফান মৃধা শিবলুর গাওয়া এই গান। গান নিয়ে উচ্ছ্বসিত শিবলু বলেন, ‘অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে এত সাড়া পাব, এটা আসলে কল্পনাও করিনি। হাশিম ভাইয়ের মতো এমন একজন গীতিকার ও সুরকারের গান কণ্ঠে তুলতে পারব, ভাবিনি। এটা আমার জন্য পরম পাওয়া। শাহবাগ থেকে ছাড়িয়ে এই গান এখন সবার মুখে মুখে।’

‘হাওয়া’ সিনেমার টিম রাজধানীর বিভিন্ন ক্যাম্পাস মাতিয়েছে। সিনেমার শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় পেয়েছে নতুন গতি। মোটাদাগে বলা যায়, মুক্তির আগে সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গান দর্শকের মনে দাগ কেটেছে। আজকাল আর রিকশার পেছনে সিনেমার দৃশ্য খুব একটা দেখা যায় না। বহু বছর পর আবারও সেই চল ফিরিয়ে আনল ‘হাওয়া’। রাজধানীতে এখন দেখা মেলে ‘হাওয়া’ সিনেমার নায়ক-নায়িকার ছবিসংবলিত রিকশা পেইন্টিং।

জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত ‘হাওয়া’র দৃশ্যধারণ শুরু হয়েছিল ২০১৯ সালে। বিভিন্ন ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি মাছ ধরার ট্রলারে আট মাঝিমাল্লা ও এক রহস্যময় বেদেনিকে ঘিরে সিনেমার গল্প। মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হন তাঁরা। বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে মাঝিদের অবস্থান, মাছ না ওঠা, হঠাৎ ট্রলারে তাঁরা আবিস্কার করে এক নারীকে। যাঁকে নিয়ে একসময় পুরো ট্রলারেই ঝামেলা শুরু হয়। এ সিনেমায় চান মাঝির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। শুরুতে তাঁর কাছে প্রশ্ন ছিল- চঞ্চল চৌধুরী থেকে ‘চান মাঝি’ হয়ে ওঠার সফরটি কেমন ছিল?

তিনি বলেন, ‘পুরো ছবির চিত্রায়ণ হয়েছে একটি মাছ ধরার ট্রলারে। প্রায় দুই মাসের টানা শুটিং হয়েছে। তারও আগে প্রস্তুতি ছিল কয়েক মাসের। চান মাঝি চরিত্রটির সঙ্গে মিশে যেতে মুখের মধ্যে সারাক্ষণ পান রাখতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়েছিল। ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়েছিলাম। তখন নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।’

সিনেমায় রহস্যময় নারীর ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ‘হাওয়া’ নিয়ে তিনি শোনালেন আশার কথা। তাঁর ভাষ্যে, “‘হাওয়া’ নিয়ে দর্শকের উন্মাদনা শুরু হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে অনেকেই টিকিট না পাওয়ার কথা বলছেন। আমাদের সিনেমার জন্য এটা আশার কথা। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গান সবাই গ্রহণ করেছেন। আমার বিশ্বাস, সিনেমাটিও তেমনি দর্শকের পছন্দ হবে। দর্শকের ভালোবাসায় ‘হাওয়া’ হাওয়ায় ভাসবে।” সিনেমায় আরও অভিনয় করেছেন শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম প্রমুখ।

পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন সুমন নিজেই। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ শাহেদ ও জাহিন ফারুখ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। প্রযোজনা সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ শিগগিরই উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি দেশে ‘হাওয়া’ মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স কর্তৃপক্ষ। গত ঈদে দেশে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো ব্যবসা করছে। সিনেমা হলগুলো মুখর হচ্ছে হাউজফুল শব্দে। দর্শক সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট কাটছেন। এমনই সময় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। এ হাওয়া দর্শককে কতদূর নিয়ে যাবে- তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

Advertisement