Homeসব খবরবিনোদন‘হাওয়া’র সেই নাসির উদ্দিনের মন ভালো নেই

‘হাওয়া’র সেই নাসির উদ্দিনের মন ভালো নেই

‘পরাণ’ রেশ কাটতে না কাটতেই ‘হাওয়া’ দিয়ে দর্শক হৃদয়ে ভাসছেন। সে কারণেই চারদিকে দর্শকপ্রিয় নাম ‘নাসির উদ্দিন খান’। একজন অভিনেতার এতটা জনপ্রিয় হওয়ার পরও মাটিতেই পা রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়; তবে তেল মারার বদলে সমাজ বাস্তবতার নিরিখে চারপাশের মানুষগুলো নিয়েই যেন তার সকল ভাবনা।

সময়টাকে নিজের করে নিয়েছেন। ২০১৬ সাল থেকে পেশাদার অভিনয় শুরু করলেও নিজেকে মেলে ধরতে একটু সময় লাগছিলো। তবে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি এই জাত অভিনেতাকে। বলছি এবার ঈদে ‘পরাণ’ দিয়ে দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা চট্টগ্রামের টেকো মাথার নাসির উদ্দিন খানের কথা।

এর প্রমাণ পাওয়া গেলো গত মঙ্গলবার দুপুরে তার একটি পোস্ট থেকে। খুব অল্প কথায় যার সারসংক্ষেপ দাঁড়ায় ‘লোভাতুর অমানুষের ফাঁদে সাধারণ মানুষ’। একজন থিয়েটারকর্মী হিসেবে শোষিতের পাশেই নিজেকে দাঁড় করিয়েছেন।

“ব্যক্তিগত ভাবে আমার এখন একটা ভালো লাগার ফুরফুরে সময় যাচ্ছে। কিন্তু মনে প্রাণে মন ভালো রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি” উল্লেখ করে নাসির লিখেছেন-“চারিদিকে কেমন যেন একটা হাহাকার চলছে, কেমন যেন একটা গুমোট পরিস্থিতি। নাকি এটা শুধু আমার কাছেই মনে হচ্ছে!”

“প্রচন্ড রোদে রিকশাওয়ালা ভাইটা এমন ভাবে করুণ মুখে দুইটা টাকা বেশি চায়, যে তাঁকে আপনার দুই টাকা বেশি দিতে মন চাইবে। কিন্তু ওই বাড়তি দুই টাকা আপনার পকেটে আসবে কোত্থেকে! যে ভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, এখন যে শাক লতাপাতা দিয়ে ভাত খাওয়াও কঠিন হয়ে পড়েছে।”

ক্লান্ত হয়ে যখনই বিছানায় যেতে চাইবেন তখনই শালার কারেন্টটা চলে যায়। “গতকালের (সোমবার) উত্তরায় গার্ডার ভেঙে পড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাটা মনে পড়লেই চমকে উঠি।”

“কেবলই মনে হয়, যেন আমারই মাথার ওপর কয়েক টন ওজনের একটা প্রকান্ড পাথর আছড়ে পড়ে মুহুর্তেই এই আমাকে দুনিয়া থেকে নাই করে দিল।”

নাসির উদ্দিন খানের পোস্টটি মাত্র ছয় ঘণ্টায় তিন হাজার দুইশ’ রিয়েক্ট, ৯৯ শেয়ার, ১৬৩ কমেন্ট পড়েছে।যদিও তার এমন পোস্ট সহশিল্পীরা সচেতনভাবে এড়িয়ে গেছে রাজনৈতিক ঝামেলা পড়ার ভয়ে। এসবের মধ্যেও জাহেদ হোসেন নামের একজন মন্তব্য করেছেন- ‘কঠিন বাস্তব সময়,,,সামনে হয়তো এর চেয়েও খারাপ অবস্থায় থাকতে হবে।।’

সত্যরঞ্জন রক্ষিত লিখেছেন- ‘তোমার এই দেখার চোখদুটোকে খুব ভালবাসি বদ্দা।’

আহ্সান মোবারক আজাদ নামের একজন মন্তব্য করেছেন- ‘আপনার মতো গুনী মানুষেরা অনেকেই আপনার মতো বর্তমান এই করুণ চিত্র তুলে ধরছে না। ভালোবাসা নিবেন নাসির ভাই’। মুহিবুল হক নামের এক ভক্ত লিখেছেন- ‘আমাদের দেখার চোখ আছে কিন্তু বলার মুখ নাই।’

অভিনেতা, পরিচালক ও প্রযোজক খিজির হায়াত তার প্রতিক্রিয়া নাসির উদ্দিন খানের পোস্টকে সমর্থন দিয়ে মন্তব্য করেছেন- ‘কথা সত্যি’।

Advertisement