Homeসব খবরবিনোদনসুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ

সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ঢাকাই সিনেমার রাজকুমার শাকিব খান। গত দুই যুগে বহু উত্থান পতনের সাক্ষী হয়েছে ঢাকাই সিনেমা। বাংলা সিনেমার জৌলুসতা যেমন বিলীন হয়েছে অশ্লীলতার দাপটে, তেমনি প্রাযুক্তিক উন্মেষের ফলে গোটা সিনেমা দুনিয়ায় এসেছে মহা পরিবর্তন! কালের চোরা শ্রোতে হারিয়ে গেছে অনেক কিছুই! কিন্তু এই দুই যুগের ক্যালেন্ডারে বহাল তবিয়তে একজন! তিনি শাকিব খান।

দুই যুগের ক্যারিয়ারে ১৭ বছরের বেশি সময় ধরে রাজ করছেন নাম্বার ওয়ান এই তারকা! মন্দা সময়েও হলে হলে উপচে পড়া ভিড় দেখা গেছে এই নায়কের ছবিতে। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে এখনো ভরসার নাম শাকিব!

ঢাকাই সিনেমার এই কাণ্ডারির জন্মদিন ২৮ মার্চ! বয়সের সাথে সাথে যেনো বাড়ছে সিনেমার বোঝা পড়া! তাইতো এই সময়ের একজন তরুণ নির্মাতার ভাবনা শুনেও এক বাক্যে নেমে পড়েন নতুন দিনের সিনেমা করতে! সমকালীন ভাবনাকে গুরুত্ব দেন বলেই এখনো তার নামে হলে ঢল নামে!

ভালোবেসে কেউ বলেন ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, আবার কেউ বলেন সুপারস্টার। নতুন করে এই নায়ককে আমার এখন কেউ কেউ ডাকতে শুরু করেছেন রাজকুমার নামেও!

যদিও এসব বিশেষণের চেয়ে বর্তমানে কাজকেই বেশী ফোকাস করতে দেখা গেছে এই নায়ককে। কারণ তিনি চলচ্চিত্রের মন্দার বাজারেও আশা জাগাতে পারেন। এটাই তার সবচেয়ে বড় ক্যারিশমা। শত বাধা বিপত্তি টপকে হাল ধরতে পারেন ইন্ডাস্ট্রির। অন্তত তার উপরই গত দেড় দশক ধরে এমন আস্থা সিনেমাসংশ্লিষ্টদের। এমনকি বার বার তিনি তার প্রমাণও দিয়েছেন।

মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা নায়িকার সঙ্গেও কাজ করে যাচ্ছেন শাকিব। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের ছবিতেও সুনাম অর্জন করেছেন! পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষি মানুষের প্রিয় নায়কে পরিণত হওয়া এ তারকাকে আন্তর্জাতিক গণমাধ্যমে ‘বাংলাদেশী মেগাস্টার’ বলেও সম্বোধন করা হয়।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এবারের জন্মদিনটা শাকিবের ঢাকায় কাটছে। প্রথম প্রহরে তিনি তার পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। দিনে শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানে জন্মদিন পালন করতে পারেন। এছাড়া দেশ ও বিদেশ থেকে তার লক্ষ কোটি অনুসারীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

এসবের মধ্যেই জন্মদিন উপলক্ষে ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘রাজকুমার’ সিনেমার প্রচারণায় সময় কাটাচ্ছেন এই ঢাকাই সুপারস্টার।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

Advertisement