Homeসব খবরক্রিকেট'সাকিব যদি একজন কিউই হতেন...'

‘সাকিব যদি একজন কিউই হতেন…’

শুক্রবার (১ অক্টোবর) রাতে আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬৫ রান করেও কলকাতা নাইট রাইডার্সকে হারতে হয়। ৫ উইকেটের ব্যবধানে পাঞ্জাব কিংস তাদেরকে হারিয়েছে। এই ম্যাচে কেকেআর জিততে পারলে প্লে-অফ খেলার দিকে নিশ্চিতভাবে এগিয়ে থাকতে পারতো।

কিন্তু পাঞ্জাবের কাছে হেরে সে সম্ভাবনা টিকে থাকলেও পথটা কঠিন করে ফেলেছে কেকেআর। আইপিএলের আরব আমিরাত পর্বে এরই মধ্যে ৫টি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এর মধ্যে ৩টি জিতেছে, ২টিতে হেরেছে। এই ৫ ম্যাচের একটিতেও খেলানো হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

শুক্রবার রাতে পাঞ্জাবের হারের পর কেকেআরকে খোঁচা দিয়ে টুইট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। তিনি টুইট করে লিখেন, ‘সাকিব যদি একজন কিউই হতেন…’ #আইপিএল২০২১‘।

ম্যাচের পর ম্যাচ সাকিবকে বসিয়ে রাখার কারণে বিরক্ত আকাশ চোপড়া। তার মনে হচ্ছে, সাকিব থাকলে হয়তো পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি জিততে পারতো কেকেআর। সাকিব আল হাসানের প্রতি বরাবরই এক ধরনের উপেক্ষা প্রদর্শণ করা হয়। এটা বাংলাদেশের ক্রিকেটার বলে কি না সন্দেহ। তবে, সাকিব যদি বাংলাদেশের না হয়ে নিউজিল্যান্ডের হতেন, তাহলে নিশ্চিত একাদশে নিয়মিত থাকতে পারতেন তিনি এবং পারফরম করতে পারতেন।

সাকিবকে একাদশে না দেখে হতাশ হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তিনি বলেছেন, সাকিবের মধ্যে নেই, এমন কিছু সেইফার্টের মধ্যে পেতে আপনাকে অনেক খোজাখুঁজি করতে হবে। অবশ্য সাকিবকে যে সামনে একাদশে দেখা যেতে পারে, তার ইঙ্গিত দিয়েছেন কলকাতার কোচ ম্যাকককালাম। সবসময়ই বাংলাদেশি তারকা তাদের পরিকল্পনায় থাকে বলে জানিয়েছেন তিনি।

Advertisement