Homeসব খবরক্রিকেটবিশ্বকাপে অংশগ্রহণ করতে আগামীকাল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয়...

বিশ্বকাপে অংশগ্রহণ করতে আগামীকাল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

দেখতে দেখতে ঘনিয়ে এল টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে সবার আগে দেশ ত্যাগ করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রাত দশটায় চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাট যাবে জাতীয় দলের বহর।

এর আগে করোনা প্রটোকল মেনেই আজ চলছে কোভিড টেস্ট। শনিবার সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা ভাইরাস টেস্টের স্যাম্পল কলেকশন। বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়েই চলছে কোভিড টেস্টের কার্যক্রম।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর কিছুদিন বিশ্রামে ছিল বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা। ছুটি শেষে ব্যক্তিগতভাবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে ক্রিকেটারা।

তবে দেশ ছাড়ার সময় সাথে থাকবেন না দুই টাইগার ক্রিকেটার। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আইপিএল শেষ করে সেখান থেকে সোজা ওমানে চলে আসবেন তারা।

টাইগারদের সত্যিকার প্রস্তুতি শুরু হবে ওমানে। কারণ হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও এবং ট্রেনার সবাই এখনো ছুটিতে নিজ নিজ দেশে। তারা দলের সাথে যোগ তেবেন ওমানে এসে। সেখানেই ৫ অক্টোবর শুরু হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন।

Advertisement