Homeসব খবরজাতীয়সকাল শুরু ঝুম বৃষ্টিতে

সকাল শুরু ঝুম বৃষ্টিতে

রাজধানীতে ছুটির দিন শনিবারের সকাল শুরু হয়েছে ঝুম বৃষ্টি দিয়ে। এর ফলে নগরবাসীর জীবনে এসেছে স্বস্তির পরশ। কমেছে কয়েক দিনের গরম। রাজধানীর কোনো কোনো রাস্তায় দেখা গেছে জলাবদ্ধতাও।

ঝুম বৃষ্টি ভিজে ও বজ্রপাতের শব্দে শুরু হওয়া সকালে ছিল না সরকারি অফিসগামীদের ভোগান্তি। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের অনেককেই ভিজে অফিসে যেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।

ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement