Homeঅন্যান্যএ সপ্তাহেই সূর্যগ্রহণ, দেখা যাবে আগুনের রিংয়ের মতো

এ সপ্তাহেই সূর্যগ্রহণ, দেখা যাবে আগুনের রিংয়ের মতো

পরিভ্রমণকালে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসবে চাঁদ। এতে চাঁদের পেছনে ঢাকা পড়বে সূর্য। যদিও চাঁদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারবে না। তাই শেষ মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যাবে। দেখে মনে হবে, আগুনের আংটির মতো।

এমন এক মহাজাগতিক দৃশ্যের দেখা মিলবে আগামী বৃহস্পতিবার (১০ জুন)। জ্যোতির্বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন বলয়গ্রাস সূর্যগ্রহণ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যের এই গ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে। এবারের সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যের এই গ্রহণ শুরু হবে। ৩টা ৫৫ মিনিটে শুরু হবে কেন্দ্রীয় গ্রহণ। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে দুপুর ৪টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে। তারপর বিকাল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শেষ এবং পুরোপুরি গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগর গতিপথে বলয়গ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণে প্রবেশ করবে কানাডার হ্যাডসন সাগর থেকে দক্ষিণ পশ্চিম দিকের কেন্দ্রীয় গতিপথে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে গ্রীনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণপূর্ব দিকের হান্স আইল্যান্ড গতিপথে।

তারপর রাশিয়ার মাগদান ওব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগর গতিপথে কেন্দ্রীয় গ্রহণ শেষ এবং সবশেষে পুরোপুরি গ্রহণ চীনের ইজহু শহর গতিপথে গিয়ে ছাড়বে বলেও জানানো হয় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে।

Advertisement