Homeসব খবরবিনোদনরাজ ব্রাজিল, পরীমণি আর্জেন্টিনা: কোন দলের জার্সি পরবে ছেলে?

রাজ ব্রাজিল, পরীমণি আর্জেন্টিনা: কোন দলের জার্সি পরবে ছেলে?

ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করেন পরী। সেকারণে ফুটবল বিশ্বকাপ নিয়ে তার উন্মাদনা একটু বেশি। মূলত, এলাকার বড় ভাইদের উন্মাদনা দেখেই ফুটবলের প্রেমে পড়ে যান এ নায়িকা। সাধারণ মানুষের মতো ফুটবল উন্মাদনায় ভাসছেন তারকারা। একে একে তারা জানাচ্ছেন পছন্দের দলের নাম। চিত্রনায়িকা পরীমণিও চুপ থাকতে পারলেন না। গণমাধ্যমকে জানিয়েছেন তার সমর্থিত দলের নাম।

প্রিয় দল সম্পর্কে পরী বলেন, ‘আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত। বহু বহু ম্যাচ তিনি আনন্দে পূর্ণ করেছেন, মন ভরিয়েছেন। তিনিই এখন আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হব। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার।’

বলে রাখা ভালো, কিছুদিন আগে মা-বাবা হয়েছেন পরীমণি এবং অভিনেতা শফিকুল রাজ। তাদের একমাত্র পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। বয়স মাত্র ৩ মাস ৮ দিন। তাহলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলাগুলো কি একনাগাড়ে দেখতে পারবেন? রাজ্য কি খেলাগুলো দেখতে দেবে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘এবারের বিশ্বকাপে একজন দর্শক বেড়েছে বাড়িতে। ও খেলা বুঝক কিংবা না বুঝুক, মাঝেমধ্যে চিৎকার দিয়ে ওঠে, এটাই মজা।’ নতুন দর্শক বলতে সন্তান রাজ্যর কথাই বুঝিয়েছেন পরীমণি।

বিশ্বকাপ এলেই সন্তানদের পছন্দের দলের জার্সি কিনে দেন মা-বাবা। রাজ্যর জন্য ছোট জার্সি পাওয়া গেল কি না, এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, ‘ওকে কোন দলের জার্সি পরাব, তা নিয়ে আমি এবং ওর বাবা কনফিউজড। কারণ রাজ হচ্ছে ব্রাজিল সাপোর্টার, আর আমি আর্জেন্টিনা। হয়তো দেখা যাবে বড় হয়ে রাজ্য অন্য কোনো দল সাপোর্ট করছে। হয়তো আমাদের দুইদলের কোনো দল সাপোর্ট করবে না ও।’

এরপর হুট করেই একগাল হেসে পরী বললেন, ‘আমি হয়তো বলব আর্জেন্টিনা সাপোর্ট করতে। ওর বাবা হয়তো বলবে ব্রাজিল। তাই ঝগড়া না বাধিয়ে ওর বিষয়টা ওর ওপরে ছেড়ে দেব। দেখা যাক কী হয়। তা না হলে আমি ও রাজ দুজনে দুটি জার্সি কিনব, কিনে মাঝখান থেকে সেলাই করা লাগিয়ে দেব।’

Advertisement