Homeসব খবরজেলার খবররঙিন মাছ চাষে বছরে ৫ লাখ টাকা আয়!

রঙিন মাছ চাষে বছরে ৫ লাখ টাকা আয়!

রঙিন মাছ চাষে খরচ কম হওয়ায় লাভবান হচ্ছে মৎস্য চাষিরা। তাছাড়া তার এই সফলতা দেখে এলাকার অনেক মৎস্য চাষিরা রঙিন মাছ চাষে আগ্রহী হচ্ছেন। নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় বাণিজ্যিকভাবে অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ চাষ করে সফল হয়েছেন সাইদুর রহমান নামের এক মৎস্য হ্যাচারি ব্যবসায়ী।

রঙিন মাছ চাষি সাইদুর রহমান রাণীনগর উপজেলার নলামারা খালের স্লুইসগেট এলাকায় ২০ বিঘা জলা বিশিষ্ট একটি পুকুরে প্রাকৃতিকভাবে রঙিন মাছের রেণু পোনা উৎপাদন করছেন। এতে সব খরচ বাদ দিয়ে প্রতি বছর প্রায় ৫ লাখ টাকা আয় করছেন তিনি। পুকুরে প্রাকৃতিকভাবে মা-মাছ থেকে রঙিন মাছের রেণু পোনা উৎপাদন করছেন তিনি।

মৎস্য চাষি সাইদুর রহমান বলেন, আমি পুকুরে প্রাকৃতিকভাবে মা মাছ থেকে পোনা উৎপাদন করছি। এই মাছ চাষে খরচ কম লাভ বেশি। আমাদের এলাকার অনেক মাছ চাষি আমার থেকে পোনা মাছ সংগ্রহ করে রঙিন মাছ চাষ করছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, সাইদুর রহমানের রঙিন মাছের রেণু পোনা উৎপাদন সাফল্যের বিষয়টি মৎস্য বিভাগ অবহিত রয়েছে। কাজেই মৎস্য বিভাগ এ ক্ষেত্রে বিশেষ উৎসাহ প্রদান করছে। বর্তমানে বাজারে রঙিন মাছ খাওয়াসহ অ্যাকোয়ারিয়ামে প্রদর্শনের জন্য বিশেষ চাহিদার সৃষ্টি হয়েছে।

Advertisement