Homeঅন্যান্য‘যেভাবেই হোক পরিবারের সাথে করতে হবে ঈদ’

‘যেভাবেই হোক পরিবারের সাথে করতে হবে ঈদ’

বগিতে জায়গা না পেয়ে অনেকে উঠেছেন ছাদেও। মন-মননে সবারই চিন্তা- ‘যেভাবেই হোক পরিবারের সাথে করতে হবে ঈদ’। নাড়ির টানে বাড়ি ফেরার প্রতিযোগিতায় ঢাকা থেকে প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড়।

কমলাপুর রেলওয়ে স্টেশনে বগিতে ঢোকার জন্য প্রায় প্রতিটি ট্রেনেই গেইট ধরে ধাক্কাধাক্কির এই চিত্র ছিল। যারা বগিতে উঠতে পারেনি, চেষ্টা করেছে ছাড়ে ওঠার। রেলের নিরাপত্তাকর্মীদের বাধায় কোনও কাজ হয়নি। সবার একটাই লক্ষ্য। যেভাবেই হোক বাড়ি যেতে হবে। আর সাধারণ মানুষের এই আবেগের মূল্য দিতেই কঠোর হতে পারছে না রেলওয়ে।

উপচে পড়া যাত্রীদের এই ভিড় ছিল তিস্তা এক্সপ্রেস, ধুমকেতু, এগারসিন্দুরসহ কমলাপুর ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই। তবে ভিড় ছিলো না পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে। ইঞ্জিন সমস্যায় কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে এক ঘণ্টার বেশি দেরিতে। আর পশ্চিমাঞ্চলের সব ট্রেনই ছেড়েছে ২০ মিনিট থেকে আধা ঘণ্টা দেরিতে।

Advertisement